CAA: সংশোধিত নাগরিকত্ব আইনে আবেদন, শংসাপত্র পেলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা

শনিবার লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। তার ঠিক আগে পশ্চিমবঙ্গ থেকে এক আবেদনকারীকে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Soumya Gangully | Published : May 29, 2024 4:27 PM IST / Updated: May 29 2024, 11:02 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, তিনি পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু করতে দেবেন না। কিন্তু শনিবার চলতি লোকসভা নির্বাচনে সপ্তম দফার ভোটগ্রহণের আগে বুধবার পশ্চিমবঙ্গের এক আবেদনকারীকে নাগরিকত্ব (সংশোধনী) বিধি অনুযায়ী ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র প্রদান করা হল। পশ্চিমবঙ্গ থেকে এই প্রথম কেউ সিএএ-তে আবেদনের ভিত্তিতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেলেন। পশ্চিমবঙ্গ ছাড়াও হরিয়ানা, উত্তরাখণ্ড থেকে আবেদনকারীদেরও নাগরিকত্বের আবেদন খতিয়ে দেখে শংসাপত্র প্রদান করেছে এমপাওয়ারড কমিটি। পশ্চিমবঙ্গ থেকে আবেদনকারী ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পাওয়ায় শনিবার কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণায় ভোটের আগে প্রচারে সিএএ-র উপর জোর দিতে পারে বিজেপি।

নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শুরু

Latest Videos

২০১৯ সালের ডিসেম্বরে সংসদে অনুমোদিত হয় নাগরিকত্ব (সংশোধনী) আইন। এ ৪ বছরেরও বেশি সময় পর এ বছরের ১১ মার্চ নাগরিকত্ব (সংশোধনী) বিধি, ২০২৪ জারি করা হয়। এরপর এ বছরের ১৫ মে প্রথম দফায় ১৪ জনকে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র প্রদান করা হয়। পাকিস্তান থেকে আসা শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পান। এবার পশ্চিমবঙ্গ থেকে আবেদনকারীকেও ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হল।

ধোপে টিকল না মমতার আপত্তি

সংসদে সিএএ অনুমোদিত হওয়ার পর দেশের বিভিন্ন রাজ্যের মতোই পশ্চিমবঙ্গে প্রবল বিক্ষোভ দেখা যায়। তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেসের মতো বিরোধী দলগুলি সিএএ নিয়ে আপত্তি জানায়। এবারের লোকসভা নির্বাচনের প্রচারেও সিএএ-র বিরোধিতা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। কিন্তু তাঁর আপত্তির মধ্যেই প্রথমবার সিএএ-তে আবেদন করে পশ্চিমবঙ্গ থেকে একজন নাগরিকত্ব পেয়ে গেলেন। কেন্দ্রীয় সরকার ও বিজেপি দাবি করে আসছে, সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। বরং নাগরিকত্ব প্রদান করার আইন। এই দাবিই জোরালো হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

CAA: সিএএ প্রণয়নের পর প্রথম দফায় ১৪ জনকে নাগরিকত্বের শংসাপত্র প্রদান

Mithun Chakraborty:'আপনারা থুতু ফেলবেন আমি চাটব', অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের পাশে থেকে সিএএ নিয়ে চ্যালেঞ্জ মিঠুনের

BJP's manifesto: পাকিস্তানকে হুঁশিয়ারি থেকে সিএএ কার্যকর- বিজেপির ইস্তেহারে সেরা ২০টি প্রতিশ্রুতি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন
আর একটু বাকি! ফুঁসছে নদী, রাস্তার উপর দিয়ে বইছে জল, আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি Alipurduar Flood
Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা