আজ কি ব্যাঙ্ক বন্ধ? এই মাসে টানা ৩ দিন ছুটি রয়েছে ব্যাঙ্কে, একবার চেক করুন ছুটির তালিকা

Published : Aug 08, 2025, 10:44 AM IST

আজ , শুক্রবার ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করেছেন? তাহলে অবশ্যই ছুটির তালিকা দেখে নিন। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিজ্ঞাপিত ছুটির দিনেই বন্ধ থাকে ব্যাঙ্কের সমস্ত শাখা।

PREV
15
আজ আপনি কি ব্যাঙ্কে যাবেন?

আজ , শুক্রবার ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করেছেন? তাহলে অবশ্যই ছুটির তালিকা দেখে নিন। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিজ্ঞাপিত ছুটির দিনেই বন্ধ থাকে ব্যাঙ্কের সমস্ত শাখা। তাই সেই দিনগুলিতে নিজের সময় অযথা নষ্ট না করে ব্যাঙ্কে না যাওয়াই শ্রেয়। এদিন কোনও কোন রাজ্যের ব্যাঙ্ক বন্ধ তা নিয়ে রইল বিস্তারিত রিপোর্ট।

25
সাধারণত ব্যাঙ্ক বন্ধ থাকে...

সাধারণত প্রত্যের মাসের রবিবার বন্ধ থাকে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবারও বন্ধ থাকে ব্যাঙ্কের সমস্ত কাজকর্ম। ব্যাঙ্ক কর্মীদের মাসে ৬ দিন ছুটি কিন্তু বরাদ্দ থাকে। তবে অনেক সময়ে বিভিন্ন এলাকায় উৎসব অনুষ্ঠানের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকে।

35
এদিন ব্যাঙ্ক বন্ধ

৮ অগস্ট শুক্রবার ব্যাঙ্ক বন্ধ রয়েছে গ্যাংটকে। সেখানে রয়েছে তেন্ডং লো রাম ফাট। স্থানীয় উৎসবের জন্যই বন্ধ রয়েছে ব্যাঙ্ক। অন্য কোনও রাজ্যে বা এলাকায় অবশ্য এই দিন ছুটি থাকবে না। তবে এই মাসে ১৩ তারিখে দেশপ্রেম দিবস উপলক্ষ্যে ইম্ফলে বন্ধ থাকবে ব্য়াঙ্ক।

45
৯ অগস্ট শনিবার কী হবে?

৯ অগস্ট শনিবার হলেও মাসের প্রথম শনিবার। তাই সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে না। কিন্তু এই দিন রাখি বন্ধন উপলক্ষ্যে অহমেদাবাদ, ভোপাল, দেরাদুন, জয়পুর, কানপুর, লখনউ, সিমলা, ভূবনেশ্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। পরের দিন রবিবার দেশের প্রায় সর্বত্রই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

55
চলতি সপ্তাহে লম্বা ছুটি

তবে চলতি সপ্তাহে লম্বা ছুটি থাকবে ব্যাঙ্কের। শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। শনিবার জন্মাষ্টমী উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তারপরই রয়েছে রবিবার। অর্থাৎ একটানা তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর পর অবশ্য ভিনরাজ্যে একাধিক ছুটি থাকলেও এই রাজ্যের ব্যাঙ্ক কর্মীদের জন্য অন্য কোনও ছুটি বরাদ্দ করা হয়নি।

Read more Photos on
click me!

Recommended Stories