খুব শীঘ্রই দেশজুড়ে রেশন ব্যবস্থা নিয়ে নয়া বিধি শুরু হতে চলেছে। এই নিয়ম সম্পর্কে প্রতিটি গ্রাহকদের জানা উচিত।
কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় করোনা মহামারির সময় থেকে বহু মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
করোনা সময়ের আগে রেশন ব্যবস্থা থাকলেও দেশের বেশ কিছু সংখ্যক মধ্যবিত্ত রেশন সামগ্রী নিতেন না। তার মানও ততটা উন্নত ছিল না।
তবে করোনা মহামারি চোখে আঙ্গুল দিয়ে মানুষকে এক ধাক্কায় অনেক কিছু শিখিয়ে দিয়েছে। এর প্রভাব সরাসরি পড়ছে রেশন ব্যবস্থায়।
মহামারির সময়কাল থেকেই বহু পরিবার এখন রেশন সামগ্রীর উপর ভরসা করে সংসার নির্বাহ করেন। তবে এবার এই রেশন ব্যবস্থায় নিয়মে বেশ বড়সড় পরিবর্তন আসতে চলেছে।
জানা গিয়েছে এবার সরকারের থেকে রেশনের বদলে দেওয়া হতে পারে নগদ অর্থ। কবে থেকে এই নিয়ম শুরু হবে, কারা কারা পাবেন জেনে নিন বিস্তারিত-
রেশনের উপরে ভরসা করা পরিবারদের সামগ্রীর বদলে নগদ অর্থ দিলে কতটা সুবিধা হবে। নীতি আয়োগের একটি বৈঠকে এই তথ্য উঠে এসেছে।
এখন কথা হল এই নয়া বিধি চালু হলে আখেরে মানুষের লাভ হবে নাকি ক্ষতির মুখে পড়বে?
তবে এই বিষয়ে সরকারের তরফে এখনও কোনও সিদ্ধান্ত-র কথা জানানো হয়নি।
তবে মোদী সরকারে নগদ লেনেদেন বৃদ্ধি পেয়েছে বলে এই নিয়ম লাগু হবে বলেই মনে করেছেন অনেকে।
Deblina Dey