আর লুকোচুরি নয়, প্রয়োজনে সীমান্ত পেরিয়ে আক্রমণ করবে ভারত, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি সেনাপ্রধান বিপিন রাওয়াতের

  •  ৩৭০ ধারা বাতিলের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে
  • আর কোনও লুকোচুরি নয়
  •  প্রয়োজনে সীমান্ত পেরিয়ে আক্রমণ করবে ভারত
  • পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি সেনাপ্রধান বিপিন রাওয়াতের
Indrani Mukherjee | Published : Sep 30, 2019 5:04 AM IST

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল করার পর থেকে ভারতের ওপর একের পর এক  আঘাত হানার চেষ্টা করেছে পাকিস্তান। সীমান্তে প্রতি নিয়ত জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনার কথা প্রকাশ্যে এসেছে। পাশাপাশি একাধিকবার যুদ্ধবিরতিও লঙ্ঘন করেছে পাকিস্তান। এর আগে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন আর এবার সেনা প্রধান বিপিন রাওয়াতও একইভাবে হুঁশিয়ারি জারি করলেন পাকিস্তানের বিরুদ্ধে। 

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বিপিন রাওয়াত জানিয়েছেন, আর কোনও লুকোচুরি হবে না। যদি প্রয়োজন পড়ে তাহলে ভারতও সীমান্ত অতিক্রম করবে, তা সে সড়কপথে হোক কিংবা আকাশপথে বা দুইভাবেই। পাশাপাশি সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য় পাকিস্তানকে দোষারোপও করেছেন বিপিন রাওয়াত।  তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের তরফে জম্মু ও কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে দেওয়ার পর থেকেই জেহাদ ঘোষণা করেছে পাকিস্তান। তিনি আরও বলেন যে ভারতের সঙ্গে ছায়াযুদ্ধে নেমেছে পাকিসস্তান,যা কখওই বরদাস্ত করা হবে না। 

Latest Videos

প্রসঙ্গত, সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ-কে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। কেন্দ্রের এই পদক্ষেপের পরে উপত্যকার পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে সেনাপ্রধান বলেন, বিপুল সংখ্যক লোক বুঝতে পেরেছে যে সিদ্ধান্তটি তাদের পক্ষেই ছিল। তিনি আরও যোগ করেছেন যে ৩০ বছরের সহিংসতার পরে, জনগণকে শান্তির সুযোগ দেওয়া উচিত।

Share this article
click me!

Latest Videos

১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয়দের| Nadia News Today
অবাক করা কাণ্ড! বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, চাঞ্চল্য এলাকাবাসীদের মধ্যে | South 24 Parganas News
ফের Abhaya কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে
মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার কেসে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে
'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' Abhijit Ganguly-কে চরম শাসানি Babul Supriyo-র