এশিয়ানেট নিউজ ডায়লগসে মুখোমুখি আইআইটি কানপুরের ডিরেক্টর অধ্যাপক অভয় কারান্ডিকার। তিনি টেলিকম স্ট্যান্ডার্ডস ডেভেলপমেন্ট সোসাইটি অফ ইন্ডিয়া স্থাপনের বিষয়ে উদ্যোগ নেন। তিনিই এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান।
এশিয়ানেট নিউজ ডায়লগসে মুখোমুখি আইআইটি কানপুরের ডিরেক্টর অধ্যাপক অভয় কারান্ডিকার। তিনি টেলিকম স্ট্যান্ডার্ডস ডেভেলপমেন্ট সোসাইটি অফ ইন্ডিয়া স্থাপনের বিষয়ে উদ্যোগ নেন। তিনিই এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান। তিনি টেলিকম রেগুলারেটরি অথরিটি অফ ইন্ডিয়ার আংশিক সময়ের সদস্য ছিলেন। ভবিষ্যতে দেশের উন্নতিতে আইআইটি কানপুরের অবদান প্রসঙ্গে অধ্যাপক কারান্ডিকার বলেছেন, 'আমাদের প্রতিষ্ঠান মূলত প্রযুক্তি বিষয়ক শিক্ষাদান করে। আমরা দেশীয় প্রযুক্তির উপর জোর দিচ্ছি। আমরা আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে যতটা সম্ভব অবদান রাখতে চাই। গবেষণাগার থেকে বাজারে পৌঁছে যাওয়াই আমাদের লক্ষ্য। আমরা ফাইভ জি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসা ক্ষেত্র, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তির ক্ষেত্রে অবদান রাখছি। সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য কেন্দ্রীয় সরকারের পোর্টালের ক্ষেত্রে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছি। আরও বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করছি। অতীতে আইআইটি-র ৩০ শতাংশ পড়ুয়া বিদেশে চলে যেত। এখন সেই প্রবণতা কমে ৫ থেকে ১০ শতাংশে নেমে এসেছে। এর অর্থ হল, পড়ুয়ারা দেশেই কাজ করার সুযোগ পাচ্ছে।'