কেরলের কোচিতে সন্ধ্যার অন্ধকারে ব্যানার ফেস্টুন নিয়ে এসে তাণ্ডব! এশিয়ানেট নিউজের সাংবাদিকদের শাসিয়ে গেল এসএফআই কর্মী-সমর্থকরা। শনিবার কেরলের রাস্তায় এই ঘটনার প্রতিবাদে পালটা ব্যানার ফেস্টুন নিয়ে নামলেন সেই রাজ্যের সাংবাদিকরা।
কেরলের কোচিতে সন্ধ্যার অন্ধকারে ব্যানার ফেস্টুন নিয়ে এসে তাণ্ডব! এশিয়ানেট নিউজের সাংবাদিকদের শাসিয়ে গেল এসএফআই কর্মী-সমর্থকরা। নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে অফিসে জোর খাটানোর চেষ্টা। খবরে 'ভুল দেখানো হয়েছে', এই দাবি তুলে এশিয়ানেটের লোগোতে কাটাকুটি বাম সমর্থকদের। ঘটনার তীব্র নিন্দা করলেন কেরলের প্রধান বিরোধী দলনেতা ভি ডি সতীসান। শনিবার কেরলের রাস্তায় এই ঘটনার প্রতিবাদে পালটা ব্যানার ফেস্টুন নিয়ে নামলেন সেই রাজ্যের সাংবাদিকরা।