110
ডিএ বৃদ্ধি
ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করে রীতিমত তাক লাগিয়ে দিল একটি রাজ্যের সরকার। সেই সঙ্গে রাজ্যের বিরাট ঘোষণাও। যা খুশি করেছে রাজ্যের সরকারি কর্মীদের।
Subscribe to get breaking news alertsSubscribe 210
২% ডিএ বৃদ্ধি
শুক্রবার মন্ত্রিসভা রাজ্যের সরকারি কর্মীদের ২% ডিএ বৃদ্ধির অনুমোদন দিয়েছে।
310
মুখ্যমন্ত্রীর ঘোষণা
রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ১ জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন ডিএ। যাতে উপকৃত হবেন রাজ্যের সরকারি কর্মীরা। আর পেনশন ভোগীরা।
410
রাজ্যটির নাম
অসমের হিমন্ত বিশ্বশর্মার মন্ত্রিসভা রাজ্য সরকারি কর্মীদের জন্য ২% ডিএ ঘোষণা করেছে। উপকৃত হবেন রাজ্যের ৭.৩৮ জনের।
510
রাজ্যের কর্মীদের ডিএ
অসম সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আর মহার্ঘ ত্রাণ ৫৫%-এ উন্নীত হবে।
610
বিহুর উপহার
এই ভাতা প্রদানকে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বিহুর উপহার হিসেবে বর্ণনা করেছেন।
710
হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য
আমরা বর্ধিত ডিএ গত মাসের বেতন দিয়ে পরিশোধ করব, আর বকেয়া বেতন এপ্রিল ও মে মাসের বেতন দিয়ে পরিশোধ করা হবে
810
এতদিন ডিএ
এতদিন অসম সরকারের কর্মী আর পেনশন ভোগীরা সপ্তম বেতন কমিশনের অধীনে ৫৩ শতাংশ ডিএ পাচ্ছিলেন। এবার তারা পাবেন ৫৫ শতাংশ ডিএ।
910
কেন্দ্রীয় সরকার
কেন্দ্রীয় সরকারও সম্প্রতি ২ শতাংশ ডিএ ঘোষণা করেছে। সুপারিশ করা হয়েছে অষ্টম বেতন কমিশনের।
1010
বঙ্গে ডিএ
পশ্চিমবঙ্গেই এপ্রিল মাস থেকে ৪ শতাংশ হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। তবে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে।