যোগীর রাজ্যে জামিনের মূল্য ৫০ লক্ষ টাকা, ঘটনা ঘিরে হইচই

  • যোগীরাজ্য়ে এবার তুঘলঘী কাণ্ড করে বসলো প্রশাসন
  • সিএএ-বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন অনেকই
  • তাঁদের এবার ৫০ লাখ টাকা জামিনে সই করতে বলা হল
  • নোটিস পাঠিয়েছে আদালত নয়, রাজ্য়ের প্রশাসন

৫০ লাখ টাকার বন্ড সই করলে তবেই পাওয়া যাবে জামিনজানা গিয়েছে, সিএএ-বিরোধী প্রতিবাদে যুক্ত এমন ১১ জনকে এই পঞ্চাশলাখি নোটিস পাঠিয়েছে উত্তরপ্রদেশের সম্ভলের জেলা প্রশাসন আন্দোলনের সঙ্গে  যুক্তদের ৫০ লাখ টাকার ব্যক্তিগত জামিন দিতে হবে বলে জানিয়েছে সেখানকার জেলা প্রশাসন সেখানে তাঁদের এই মর্মে মুচলেকা দিতে হবে যে, তাঁরা ভবিষ্যতে আর এই ধরনের কোনও গণ্ডগোলকে উৎসাহ দেবেন না যার সহজ অর্থ, ভবিষ্য়তে আর  সিএএ-বিরোধী আন্দোলনে যোগ দিতে পারবেন না তাঁরা

এদিকে এই বিপুল পরিমাণ ব্যক্তিগত জামিনের অঙ্ক শুনে অনেকেই রীতিমতো তাজ্জব আন্দোলনকারীদের ৫০ লাখ টাকা জামিন দিতে বলা মানে তো ঘুরিয়ে তাঁদের জামিন না-দেওয়াপ্রসঙ্গত, জুডিশিয়াল ম্য়াজিস্ট্রেট নন, এই জামিনের এই আদেশ দিতে নোটিস পাঠিয়েছে জেলা প্রশাসনসিএএ-বিরোধী আন্দোলনের প্রতি সরকারি দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে এই নোটিসে, মনে করছেন বিরোধীরা

Latest Videos

প্রসঙ্গত, ভারতীয় দণ্ডবিধির  ১১১ ধারায় এই নোটিস জারি করা হয়েছেএক্ষেত্রে,  (জুডিশিয়াল ম্য়াজিস্ট্রেট নন), এক্সগিকিউটিভ ম্য়াজিস্ট্রেট চাইলে কোনও ব্য়ক্তিকে এই নোটিস পাঠাতে পারে পুলিশ রিপোর্টের ভিত্তিতে, যদি তিনি মনে করেন সংশ্লিষ্ট ব্য়ক্তি শান্তিভঙ্গ করতে পারেনএক্ষেত্রে, সরাসরি বিচারবিভাগ নয়, বরং প্রশাসনের তরফেই জারি করা হয় নোটিস

এর আগে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী আন্দোলনকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুমকি দিয়েছিলেন সেই মতো নোটিসও পাঠানো হয়েছিল কয়েকজনকে প্রসঙ্গত, সিএএ-বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি উত্তাল হয়েছে উত্তরপ্রদেশ আন্দোলনে নিহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠলেও পুলিশ তা অস্বীকার করেছেবহু আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছেকয়েকমাসের বাচ্চাকে বাড়িতে রেখে প্রতিবাদে অংশ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন দম্পত্তি, এমন ঘটনার নজিরও রয়েছে যদিও সম্প্রতি বেশ কয়েকজন আন্দোলনকারীকে জামিনে মুক্তি দিয়েছে আদালতএরপর ব্য়াকফুটে পড়েই কি ৫০ লাখ টাকা জামিনের এই তুঘলকী নির্দেশ জারি করল যোগীরাজ্য়ের প্রশাসন? মানবাধিকার কর্মী কিরীটি রায়ের কথায়, "এত লাখ টাকার জামিনের কথা আগে শুনিনি আপনাদের মুখ থেকেই প্রথমে শুনলামযদি এটা হয়ে থাকে তাহলে তা জামিনের অধিকারকেই অস্বীকার করার শামিল তবে এই নির্দেশ কিন্তু আদালত দেয়নি দিয়েছে প্রশাসন তাই এর দায় সম্পূর্ণভাবে সরকারের ওপরই বর্তায়"

সাব ডিভিশনাল ম্য়াজিস্ট্রেট রাজেশ কুমারের কথায়, "ইতিমধ্য়েই ১১জনকে এই নোটিস পাঠানো হয়েছে, আরও ২৪ জনকে পাঠানো হবে শীঘ্রই"

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today