খাদে তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, কাশ্মীরে মৃত অন্তত ৩১

  • ভূস্বর্গে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা
  • খাদে উল্টে গেল যাত্রীবাহী বাস
  • এখনও পর্যন্ত মৃত ৩১, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা
  • উদ্ধারকার্য এখনও চলছে

Indrani Mukherjee | Published : Jul 1, 2019 5:24 AM IST

ভূস্বর্গে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। জম্মু ও কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩১ জনের, আহত অন্তত ১৩।

প্রাথমিকভাবে জানা গিয়েছে এদিন যাত্রী বোঝাই একটি বাস জম্মু ও কাশ্মীরের কিশত্বর জেলার কাছে আচমকানিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গভীর খাদে। ঘটনার খবর পেতেই স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনা কবলিত স্থানে পৌঁছোন। শুরু করা হয় উদ্ধারকার্য। স্থানীয় সূত্রে কবর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

কিশতওয়ারের ডেপুটি কমিশনার অংরেজ সিনহা রাণা জানান যে, জেকে১৭-৬৭৮৭ নম্বরের একটি যাত্রীবোঝাই মিনিবাস কেশওয়ান থেকে কিশত্বর-এর পথে যাত্রা করেছিল। আচমকাই শ্রিগওয়ারির কাছে পিছলে গিয়ে খাদে পড়ে যায় যাত্রী বোঝাই ওই মিনিবাস। স্থানীয় সূত্রে জারি করা হয়েছে, অতিরিক্ত যাত্রী বহন করছিল ওই বাসটি। আর সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গিয়েছে।    

 

পুলিশ এবং প্রশাসনের সাহায্য নিয়ে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে স্থানীয় মানুষরাও। পুলিশ জানিয়েছেন, এখন প্রাথমিক লক্ষ্য হল, আহতদের নিরাপত্তা দেওয়া এবং উদ্ধারকার্য় যত দ্রুততার সঙ্গে সম্ভব চালিয়ে যাওয়া। 

Share this article
click me!