দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উত্তরাখণ্ডের চামোলিতে আহত প্রায় ৬০ জন

Published : Dec 31, 2025, 07:57 AM IST
chamoli train accident vishnugad pipalkoti tunnel uttarakhand 60 injured

সংক্ষিপ্ত

উত্তরাখণ্ডের চামোলিতে বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভেতরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। আধিকারিক ও কর্মীদের বহনকারী একটি লোকো ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের এই দুর্ঘটনায় প্রায় ৬০ জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বছরের শেষ ট্রেন দুর্ঘটনা। এবার দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল উত্তরাখণ্ডের চামোলিতে। আধিকারিক এবং কর্মীদের নিয়ে যাওয়া একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হয় মালবাহী ট্রেনের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। উত্তরাখণ্ডের চামোলি জেলার বিষ্ণুগড়- পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভেতরে ঘটনাটি ঘটে। আধিকারিক জানিয়েছেন, ওই দুটি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৬০ জন।

চামোলির জেলাশাসক গৌরব কুমার জানিয়েছেন, শ্রমিক ও আধিকারিকদের বহনকারী একটি লোকো ট্রেনের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় ট্রেনে ১০৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তাদের অবস্থা স্থিতিশীল। চামোলির মহকুমা শাসক জানিয়েছেন, আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে গোপেশ্বরের জেলা হাসপাতালে।

জানা গিয়েছে, ওই টানেলে বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ-র কাজ হচ্ছিল। এই কাজের জন্য একটি ট্রেনে করে যাচ্ছিলেন আধিকারিক ও শ্রমিকরা। সেখানে কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাচ্ছিল ট্রেনটি। চামোলি জেলার হেলাং এবং পিপালকোটির মধ্যে অলকানন্দা নদীর ওপর নির্মিত হচ্ছে ৪৪৪ মেগাওয়াট ক্ষমতার এই জলবিদ্যুৎ প্রকল্প। যার কাজ চারটি টারবাইনের মাধ্যমে ১১১ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করা। সেখানেই ঘটল দুর্ঘটনা। দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। আধিকারিক এবং কর্মীদের নিয়ে যাওয়া একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় মালবাহী ট্রেনের। ওই দুটি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৬০ জন। মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলার বিষ্ণুগড়- পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভেতরে ঘটনাটি ঘটে। আধিকারিক এবং কর্মীদের নিয়ে যাওয়া ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ ঘটে। যাতে আহতল হন প্রায় ৬০ । কিন্তু, এখনও কোনও মৃত্যুর খবর আসেনি। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চলছে চিকিৎসা।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

AI Impact Summit 2026: দিল্লী মাতাতে আসছেন বিল গেটস থেকে স্যাম অল্টম্যান! প্রধানমন্ত্রী মোদীর বিশেষ আমন্ত্রণ
প্রাক বাজেট বৈঠক, দেশের প্রথম সারির অর্থনীতিবীদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী