Awas Yojana: আবাস যোজনা নিয়ে বিরাট আপডেট! এখন হাতের মুঠোয় বাড়ি তৈরির স্বপ্ন

Published : Jan 25, 2025, 02:48 PM IST
PM Awas Yojana-Urban 2.0 Scheme

সংক্ষিপ্ত

সরকারের অন্যতম মেগা প্রোজেক্ট হল আবাস যোজনা (Awaas Yojana Gramin)। 

তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হল আবাস যোজনা। ইতিমধ্যেই বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে এতদিন পর্যন্ত এই প্রকল্পে বাড়ি পেতে আবেদন করতে হত অফলাইনে। অর্থাৎ, ফর্ম ফিলাপ করে জমা করতে হত। তবে এবার থেকে ঝক্কিঝামেলার দিন শেষ। এখন থেকে অনলাইনেই (Awas Yojana Gramin Online Apply) আবেদন করতে পারবেন সাধারণ মানুষ।

বিষয়টা তাহলে একটু জেনে নেওয়া যাক। কারণ, সম্প্রতি চালু হয়েছে AwaasPlus। এই অ্যাপের মাধ্যমে যে কেউ বাড়িতে বসেই আবেদন করতে পারবেন আবাস যোজনার বাড়ির জন্য। আর তার জন্য প্রথমেই গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সার্চ করতে হবে AwaasPlus।

এরপর এই অ্যাপটি ইনস্টল করতে হবে। তারপর প্রয়োজনীয় নথি এবং তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে (Awas Plus ID)। সেইসঙ্গে, ফেস আইডি সেভ করতে হবে এবং দিতে হবে আধার কার্ডের নম্বর। এছাড়াও বার্থ সার্টিফিকেট এবং আয়ের প্রমাণ সহ একাধিক নথি আপলোড করতে হবে। তাহলেই খুব সহজে বাড়িতে বসেই নাম নথিভুক্ত হয়ে যাবে আবাস যোজনার (Awas Yojana Apply) তালিকায়।

তবে অনলাইনে সুবিধা যেমন একাধিক রয়েছে, তেমন অসুবিধাও অনেক। তাছাড়া অনলাইনে তথ্য ফাঁসের ভয় তো থাকেই। আবাস যোজনার আবেদনে সমস্ত নথি দিতে হবে, ফলে, সতর্ক থাকা ভীষণ প্রয়োজন। তাই একটু ভুলভ্রান্তি হলেই নিজের ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে।

তবে হ্যাঁ, অনলাইনে আবেদন (Awas Yojana Apply Online Gramin) করতে হবে গুগল থেকে। এছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নির্দিষ্ট অ্যাপটি ডাউনলোডও করে নিতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
LIVE NEWS UPDATE: হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে, ইট বইছে অনুগামীরা