Awas Yojana: আবাস যোজনা নিয়ে বিরাট আপডেট! এখন হাতের মুঠোয় বাড়ি তৈরির স্বপ্ন

সরকারের অন্যতম মেগা প্রোজেক্ট হল আবাস যোজনা (Awaas Yojana Gramin)। 

তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হল আবাস যোজনা। ইতিমধ্যেই বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে এতদিন পর্যন্ত এই প্রকল্পে বাড়ি পেতে আবেদন করতে হত অফলাইনে। অর্থাৎ, ফর্ম ফিলাপ করে জমা করতে হত। তবে এবার থেকে ঝক্কিঝামেলার দিন শেষ। এখন থেকে অনলাইনেই (Awas Yojana Gramin Online Apply) আবেদন করতে পারবেন সাধারণ মানুষ।

বিষয়টা তাহলে একটু জেনে নেওয়া যাক। কারণ, সম্প্রতি চালু হয়েছে AwaasPlus। এই অ্যাপের মাধ্যমে যে কেউ বাড়িতে বসেই আবেদন করতে পারবেন আবাস যোজনার বাড়ির জন্য। আর তার জন্য প্রথমেই গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সার্চ করতে হবে AwaasPlus।

Latest Videos

এরপর এই অ্যাপটি ইনস্টল করতে হবে। তারপর প্রয়োজনীয় নথি এবং তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে (Awas Plus ID)। সেইসঙ্গে, ফেস আইডি সেভ করতে হবে এবং দিতে হবে আধার কার্ডের নম্বর। এছাড়াও বার্থ সার্টিফিকেট এবং আয়ের প্রমাণ সহ একাধিক নথি আপলোড করতে হবে। তাহলেই খুব সহজে বাড়িতে বসেই নাম নথিভুক্ত হয়ে যাবে আবাস যোজনার (Awas Yojana Apply) তালিকায়।

তবে অনলাইনে সুবিধা যেমন একাধিক রয়েছে, তেমন অসুবিধাও অনেক। তাছাড়া অনলাইনে তথ্য ফাঁসের ভয় তো থাকেই। আবাস যোজনার আবেদনে সমস্ত নথি দিতে হবে, ফলে, সতর্ক থাকা ভীষণ প্রয়োজন। তাই একটু ভুলভ্রান্তি হলেই নিজের ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে।

তবে হ্যাঁ, অনলাইনে আবেদন (Awas Yojana Apply Online Gramin) করতে হবে গুগল থেকে। এছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নির্দিষ্ট অ্যাপটি ডাউনলোডও করে নিতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Delhi-তে মেগা জনসভা Amit Shah-র, কী বার্তা দেখুন সরাসরি
ফের কবিতার মাধ্যমে মমতাকে বেলাগাম আক্রমণ রুদ্রনীলের, দেখুন ভিডিও | Rudranil Ghosh Poem
‘Bangladesh India-কে বেশি চুলকোতে আসবেন না!’ Yunus সরকারকে চরম হুঁশিয়ারি Suvendu Adhikari-র
Republic Day-তে চরম বিতর্ক! জাতীয় পতাকা উত্তোলনে বাঁধা RPF-এর, চাঞ্চল্য Nabadwip-এ
মারধর করে হিন্দুদের জমি দখলের চেষ্টা বিষ্ণুপুরে, গর্জে উঠলেন অগ্নিমিত্রা পাল | Hindu Attack