'আগে রাম নাম নিলে লাঠি জুটত' রাম মন্দিরের ২ বছর পূর্ণ অনুষ্ঠানে বিস্ফোরক যোগী আদিত্যনাথ

'আগে রাম নাম নিলে লাঠি জুটত' রাম মন্দিরের ২ বছর পূর্ণ অনুষ্ঠানে বিস্ফোরক যোগী আদিত্যনাথ

Arup Dey   | ANI
Published : Dec 31, 2025, 06:07 PM IST

Ayodhya Ram Mandir : ‘আগে রাম নাম বললে লাঠি দিয়ে পেটানো হতো’, অযোধ্যায় দাঁড়িয়ে আগের সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন যোগী আদিত্যনাথ। প্রতিষ্ঠা দ্বাদশী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, এখনকার অযোধ্যা নির্ভীক। যোগী আদিত্যনাথের ভাষণের মূল অংশ দেখুন

Ayodhya Ram Mandir : অযোধ্যায় আজ এক উৎসবের মেজাজ। শ্রী রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছিল প্রতিষ্ঠা দ্বাদশী অনুষ্ঠান। এই বিশেষ দিনে রামনগরীতে উপস্থিত হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগের সরকারগুলোর তীব্র সমালোচনা করেন।

অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন যে একসময় অযোধ্যায় রক্ত ঝরানো হয়েছিল। তিনি সরাসরি অভিযোগ করেন যে আগের শাসনামলে রাম ভক্তদের ওপর লাঠি চালানো হতো। কিন্তু এখন দিন বদলেছে। যোগীর কথায়, এখন মানুষ আর জয় শ্রী রাম বলতে ভয় পায় না।

মুখ্যমন্ত্রী আরও মনে করিয়ে দেন যে আগে পরিস্থিতি এমন ছিল যে শ্রী রামের নাম নিলেই পুলিশের লাঠি জুটত। এখনকার শান্ত ও ভক্তিপূর্ণ অযোধ্যা সেই অন্ধকার দিনগুলো পেরিয়ে এসেছে বলে তিনি দাবি করেন। রাম মন্দিরের এই বিশেষ দিনে যোগী আদিত্যনাথের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

05:11Uttar Pradesh : উত্তরপ্রদেশে শেষ হল SIR প্রক্রিয়া, কত নাম বাদ গেল? চমকে উঠবেন!
04:20'বাংলা অনুপ্রবেশকারীদের জন্য দরজা খুলে দিচ্ছে', শাহ-র কথায় সিলমোহর হিমন্ত বিশ্ব শর্মার
09:13BSF High Alert : কুয়াশার সুযোগ নিতে পারবে না জঙ্গিরা, এই কৌশলেই সীমান্ত আগলাচ্ছে বিএসএফ!
05:53Lucky Bisht : ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড কারা? বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির ব্লু-প্রিন্ট ফাঁস!
05:52Asaduddin Owaisi: বাংলাদেশে দীপু দাসের হত্যা, কী প্রতিক্রিয়া আসাদুদ্দিন ওয়াইসির?
06:28'আর একটা ঘটনা ঘটলে ম্যাপ থেকে বাংলাদেশকে মুছে দেব', গুয়াহাটিতে হুঙ্কার হিন্দু সংগঠনের
04:34বাংলাদেশের বিরুদ্ধে কী পদক্ষেপ ভারতের? দেখুন কী বলছেন MEA মুখপাত্র রণধীর জয়সওয়াল
08:09জন্মশতবর্ষে প্রিয় অটলজিকে স্মরণ: 'সদৈব অটল'-এ বিনম্র শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
08:08'গাজায় কান্না, বাংলাদেশে হিন্দু খুনে চুপ কেন আপনারা?' বিধানসভায় বিরোধীদের তুলোধনা যোগীর
Read more