ফের সক্রিয় বালাকোট, হামলার অপেক্ষায় ৫০০ জঙ্গি, এবার হবে কোন 'স্ট্রাইক'

  • পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা
  • সেই ঘাঁটি ফের সক্রিয় হয়েছে বলে জানালেন ভারতীয় সেনাপ্রধান
  • প্রতিরোধে ভারত এয়ার স্ট্রাইকের থেকেও বড় কোনও পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছেন বিপিন রাওয়াত
  • তবে সেই পদক্ষেপ কী হতে পারে তা জল্পনাতেই রেখে দিয়েছেন তিনি

 

amartya lahiri | Published : Sep 23, 2019 9:07 AM IST

পুলওয়ামার হামলার পর, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়ে জইশ-ই মহম্মদের প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। সেই হামলায় জঙ্গি শিবিরের আদৌ ক্ষতি হয়েছিল কিনা তাই নিয়ে বিতর্কও কম হয়নি। সেই জঙ্গি ঘাঁটি ফের চালু হয়েছে বলে জানালেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত।

এদিন চেন্নাই-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেনাপ্রধান জানান, ভারতে প্রবেশ করার জন্য বালাকোটের শিবিরে ৫০০ জঙ্গি অপেক্ষায় রয়েছে। সেনাপ্রধানের দাবি, গত ফেব্রুয়ারিতে বায়ুসেনার হামলায় বালাকোটের জঙ্গি শিবির ক্ষতিগ্রস্থ, এবং ধ্বংস হয়েছিল। কিন্তু তা ফের নতুন করে চালু হয়েছে।

Latest Videos

তিনি জানিয়েছেন, জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের সুযোগ করে দিতেই পাকিস্তান সীমান্তে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। কিন্তু ভারতীয় সেনাও জানে কীভাবে তার মোকাবিলা করতে হয়। সীমান্তে সেনা সতর্ক রয়েছে, যথা সম্ভব জঙ্গিদের অনুপ্রবেশ আটকানো হচ্ছে।

উরির হামলার পর ভারতীয় সেনা পাকিস্তানের মাটিতে 'সার্জিকাল স্ট্রাইক' চালিয়েছিল। আবার পুলওয়ামার ঘটনার র বায়ুসেনা বালাকোটে 'এয়ার স্ট্রাইক' করেছিল। ফের সেই জঙ্গি ঘাঁটি যখন চালু হয়েছে ভারত কী আরও একবার এয়ারস্ট্রাইক করবে? সেনা প্রধান কিন্তু এই বিষয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন। তাঁর প্রশ্ন, ভারত একই পদক্ষেপ কেন ফের নিতে যাবে, কেন তার থেকে বড় কোনও পদক্ষেপ করবে না? সেই পদক্ষেপ কী হতে চলেছে তা প্রকাশ করতে চাননি বিপিন রাওয়াত। তাঁর কথায় পাকিস্তান এই নিয়ে ভেবে যাক।

 

Share this article
click me!

Latest Videos

ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today