জানা যাচ্ছে, ২৫ অগাস্ট গৌহাটি (আসাম)-এ বন্ধ রয়েছে সমস্ত ব্যাঙ্ক। সেখানে পালিত হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেবের তিরুভ তিথি। ২৭ অগাস্ট গণেশ চতুর্থী উপলক্ষ্যে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, হায়দরাবাদ, গোয়া, অন্ধ্রপ্রদেশে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিকে ২৮ অগাস্ট ভুবনেশ্বর ও পানাজিতে ছুটি ঘোষণা করা হয়েছে। কারণ গণেশ চতুর্থী ২৭ অগাস্ট পালিত হলেও কিছু জায়গায় তা হবে ২৮ অগাস্ট।