Bank Holiday: মে মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ব্যাঙ্কমুখী হওয়ার আগে দেখে নিন ছুটির তালিকা

Published : Apr 26, 2025, 08:49 AM IST
2025 bank holidays

সংক্ষিপ্ত

মে মাসে টানা ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছাড়াও বিভিন্ন উৎসবের দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক। আরবিআই-র ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যভেদে ছুটির তালিকা ভিন্ন হতে পারে।

ফের খবরে এল ব্যাঙ্কের ছুটির তালিকা। সদ্য জানা গিয়েছে চলতি মাসের শেষ দিকে ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই সকলেই ব্যস্ত ব্যাঙ্কের কাজ আগে করে নেওয়ার জন্য। এরই মাঝে সামনে এল মে মাসের ছুটির তালিকা। আর কটা দিন পরই শুরু হবে মে মাস। এই মে মাস জুড়া টানা ১২দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এছাড়া, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার আর সপ্তাহের রবিবার ছুটি তো আছেই। দেখে নিন মে মাসে ঠিক কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১ মে ২০২৫- শ্রমিক দিবস এবং মহারাষ্ট্র দিবস।

৪ মে ২০২৫- রবিবার

৯ মে ২০২৫- রবীন্দ্র জন্ম জয়ন্তী

১০ মে ২০২৫- দ্বিতীয় শনিবার

১১ মে ২০২৫- রবিবার

১২ মে ২০২৫- বুদ্ধ পূর্ণিমা

১৬ মে ২০২৫- রাজ্য দিবস

১৮ মে ২০২৫- রবিবার

২৪ মে ২০২৫- চতুর্থ শনিবার

২৫ মে ২০২৫- রবিবার

২৬ মে ২০২৫- কাজী নজরুল ইসলামের জন্মদিন

২৯ মে ২০২৫- মহারাণা প্রতাপ জয়ন্তী।

রাজ্য অনুসারে ব্যাঙ্ক ছুটি ভিন্ন হয়। সব রাজ্যে যে একই ছুটির দিন থাকে তা নয়। সমস্ত রাজ্যে ছুটির দিন আলাদা। এই ছুটির তালিকা প্রকাশ পেয়েছে আরবিআই-র অফিসিয়াস ওয়েবসাইটে। এবার রাজ্য অনুসারে সেই ছুটির দিন ভিন্ন হতে পারে।

মে মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তেমনই এটিএম থেকে টাকাও তুলতে পারবেন। শুধু সমস্যা ব্যাঙ্কে গিয়ে কোনও কাজ করানোর। তাই ফিক্স ডিপোজিট, লোন কিংবা অন্য কোনও কাজ থাকলে তা আগে থেকে করে নিন। সব মিলিয়ে মে মাসে মোট ১২ দিন ছুটি পেতে চলেছেন কর্মীরা। তবে, সব রাজ্যে এই ছুটির দিন এক থাকবে এমনটা একেবারেই নয়। 

 

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল