চলতি মাসে ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, কোন দাবিতে ধর্মঘটের পথে ব্যাঙ্ক কর্মীরা? কদিন বন্ধ পরিষেবা?

Published : Jan 06, 2026, 07:44 AM IST

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) ২০২৬ সালের ২৭ জানুয়ারি দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। সপ্তাহে ৫ দিন কর্মদিবসের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে, যার ফলে সরকারি ও বেসরকারি উভয় ব্যাঙ্কের পরিষেবা প্রভাবিত হতে পারে। 

PREV
15

ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল সকল ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নের যৌথ ফোরাম, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। আগামী ২৭ জানুয়ারি, ২০২৬ তারিখ মঙ্গলবার সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘটের কথা ঘোষণা করেছে তারা। এই ধর্মঘটের প্রভাব পড়তে চলেছে সরাকরি ও বেসরকারি উভয় ক্ষেত্রে।

25

সপ্তাহে ৫ দিন কর্মদিবসের দাবিতে ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ককর্মীরা। গত ৪ জানুয়ারি জারি করা একটি সার্কুলারে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন এই ধর্মঘটের কথা ঘোষণা করেছে. সেখানে বলা হয়েছে, সরকার দীর্ঘদিনের দাবির বিষয় কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়নি। সে কারণে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

35

ব্যাঙ্ক কর্মীদের দাবি, ব্যাঙ্ক ইউনিয়নগুলো চায় সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকুন। সমস্ত শনিবার ছুটি ঘোষণা করা হোক। বর্তমানে, ব্যাঙ্কগুলো মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও সমস্ত রবিবার বন্ধ থাকে। এবার সেই ছুটি বৃদ্ধির দাবি করেছেন তারা।

45

UFBU এই প্রসঙ্গে বিশেষ যুক্তি দিয়েছে। তাদের দাবি ব্যঙ্ক কর্মীরা ইতিমধ্যে নমনীয়তা দেখিয়েছে। ৫ দিনের কর্মসপ্তাহ বাস্তবায়িত হলে তারা প্রতি দিন ৪০ মিনিট করে বাড়তি কাজ করতে সম্মত হয়েছেন। মোট কর্মদিবসের সংখ্যা হ্রাস না পায় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। তারা দাবি করেছেন আরবিআই থেকে এলআইসি, জিআইসি, স্টক এক্সচেঞ্জ, মানি মার্কেট এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অফিস ৫ দিন করে খোলা থাকে। তাহলে ব্যাঙ্ক নয় কেন?

55

প্রসঙ্গত, এই দাবি দীর্ঘদিনের। আগেও এই দাবিতে ধর্মঘট করেছিল ব্যঙ্ক কর্মীরা। এবার ফের একই পথে হাঁটলেন তারা। চলতি মাসে ২৭ তারিখ হবে ব্যাঙ্ক ধর্মঘট। তবে এই দিন UPI এবং ATM পরিষেবা স্বাভাবিক থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories