অক্টোবর জুড়ে প্রায় ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, প্রকাশ্যে এল ছুটির তালিকা, দেখে নিন এক ক্লিকে

Published : Sep 27, 2025, 10:23 AM IST

অক্টোবর মাস জুড়ে দুর্গাপুজো, দীপাবলি, ছট পুজোর মতো একাধিক উৎসব রয়েছে। এই উৎসব এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে বিভিন্ন রাজ্যে মোট ২১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই প্রতিবেদনে অক্টোবর ২০২৫-এর সম্পূর্ণ ব্যাঙ্কের ছুটির তালিকা দেওয়া হল।

PREV
15

অক্টোবর মাস যেন উৎসবের মাস। এই মাসে বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয় বিভিন্ন উৎসব। নবরাত্রি, দুর্গাপুজো, দীপাবলি, ভাইফোঁটা থেকে ছট পুজোর মতো নানান উৎসব থাকে। আর এই সকল উৎসবের দিন বন্ধ থাকে ব্যাঙ্ক। হিসেব বলছে চলতি মাসে গোটা ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। রইল ছুটির তালিকা।

25

১ অক্টোবর ২০২৫- নবরাত্রির সমাপ্তি, বিজয়াদশমী (দশেরা), আয়ুধা পুজো, দুর্গা নবমী। এদিন ত্রিপুরা, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, সিকিম, অসম, অরুণাচল প্রদেশ, উত্তর প্রদেশ, কেরালা, নগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং মেঘালয়ে ব্যাঙ্ক থাকবে।

২ অক্টোবর ২০২৫- মহাত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে সারা দেশে ছুটি।

৬ অক্টোবর ২০২৫- লক্ষ্মী পুজো। ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৭ অক্টোবর ২০২৫- মহর্ষি বাল্মীকি জয়ন্তী, কুমার পূর্ণিমা। এদিন কর্ণাটক, ওড়িশা, চণ্ডীগড় ও হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ।

35

১০ অক্টোবর ২০২৫- করবা চৌথ। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান, দিল্লি, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক ছুটি।

১৮ অক্টোবর ২০২৫- কাটি বিহু। অসমে ব্যাঙ্ক বন্ধ।

২০ অক্টোবর ২০২৫- দীপাবলি (নরক চতু্র্দশী/ কালীপুজো)। তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কেরালা, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, দিল্ল, গোয়া, ছত্তিশগড়, ঝাড়খণ্ডা, মেঘালয়, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ।

২১ অক্টোবর ২০২৫- দীপাবলি অমাবস্যা, লক্ষ্মী পুজো, গোবর্ধন পুজো। এই উপলক্ষ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, সিকিম, মণিপুর, জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ।

45

২২ অক্টোবর ২০২৫- দীপাবলি, বিক্রম সংবত, নববর্ষ, গোবর্ধন পুজো, বালিপদ্যামী, লক্ষ্মী পুজো উপলক্ষ্যে ছুটি। গুজরাত, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরাখণ্ড, সিকিম, রাজস্থান, উত্তর প্রদেশ, বিহারে ব্যাঙ্ক বন্ধ।

২৩ অক্টোবর ২০২৫- ভাইফোঁটা, চিত্রগুপ্ত জয়ন্তী, যম দ্বিতীয়া, নিঙ্গোল চাক্কুবা। গুজরাট, সিকিম, মণিপুর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, হিমাচলপ্রদেশে এই উপলক্ষ্যে ছুটি।

২৭ অক্টোবর ২০২৫- ছট পুজো। এই দিন পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে থাকবে ব্যাঙ্কের ছুটি।

২৮ অক্টোবর ২০২৫- ছটপুজো উপলক্ষ্যে বিহার, ঝাড়খণ্ডের ব্যাঙ্ক বন্ধ।

55

৩১ অক্টোবর ২০২৫- সর্বাব বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে গুজরাতে থাকবে ব্যাঙ্ক বন্ধ।

এরই সঙ্গে অক্টোবর মাসে ৫, ১২, ১৯, ২৬ হল রবিবার। সেই উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ। ১১ অক্টোবর এবং ২৫ অক্টোবর হল চতুর্থ শনিবার। সেই উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories