১০ অক্টোবর ২০২৫- করবা চৌথ। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান, দিল্লি, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক ছুটি।
১৮ অক্টোবর ২০২৫- কাটি বিহু। অসমে ব্যাঙ্ক বন্ধ।
২০ অক্টোবর ২০২৫- দীপাবলি (নরক চতু্র্দশী/ কালীপুজো)। তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কেরালা, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, দিল্ল, গোয়া, ছত্তিশগড়, ঝাড়খণ্ডা, মেঘালয়, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ।
২১ অক্টোবর ২০২৫- দীপাবলি অমাবস্যা, লক্ষ্মী পুজো, গোবর্ধন পুজো। এই উপলক্ষ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, সিকিম, মণিপুর, জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ।