সপ্তাহে ২ দিন ব্যাঙ্ক বন্ধের সঙ্গে শিফটের সময় হবে পরিবর্তন, এপ্রিল থেকেই কি চালু হচ্ছে নয়া নিয়ম?

Published : Mar 18, 2025, 02:23 PM IST

কর্মীদের দাবির প্রেক্ষিতে সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক খোলা রাখার প্রস্তাব বিবেচনাধীন। যদিও এখনও কোনো সরকারি ঘোষণা হয়নি, তবে শিফটিং ডিউটি চালুর সম্ভাবনা রয়েছে। এপ্রিল থেকে এই নিয়ম চালু হতে পারে বলে শোনা যাচ্ছে।

PREV
110

বহুদিন ধরেই কর্মীরা দাবি জানিয়েছেন সপ্তাহে ২ দিন ব্যাঙ্ক বন্ধের। সপ্তাহে ৫ দিন কাজ করতে চান তারা।

210

কিন্তু, এই প্রস্তাব এখনও গ্রহণ হয়নি কেন্দ্রীয় সরকার দ্বারা।

410

সারা সপ্তাহের ব্যস্ততা শেষে অনেকেই শনিবার দিনটি বেছে নিয়ে থাকেন ব্যাঙ্কের কাজ করার জন্য।

510

এবার শোনা যাচ্ছে, সপ্তাহে ৫ দিন মাত্র খোলা থাকবে ব্যাঙ্ক। এতে ফের ভোগান্তি হতে পারে সাধারণের।

610

সাধারণের কথা মাথায় রেখেই চালু হতে পারে শিফটিং ডিউটি। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা এই শিফটে হতে পারে কাজ।

710

শোনা যাচ্ছে, এমনই নিয়ম চালু হতে চলেছে এপ্রিল থেকে। তবে, আপাতত কোনও ঘোষণা হয়নি।

810

এদিনে ২৪ এবং ২৫ হবে ব্যাঙ্ক ধর্মঘট। একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মীরা।

910

দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ। ফলে কর্মী নিয়োগ থেকে ৫ দিনের কর্ম সপ্তাহের দাবি জানিয়েছেন।

1010

আগামী সপ্তাহে ২৪ এবং ২৫ সারা দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট।

click me!

Recommended Stories