পাঁচ দশক পর হারিয়ে যাওয়া ঝুমকা ফিরে পেল বরেলি

  • ষাটের দশকে আশা ভোসলে গেয়েছিলেন সেই বিখ্য়াত গান
  • সাধনার লিপে গাওয়া সেই গান হল, ঝুমকা গিরা রে
  • গানটির সঙ্গে বরেলির যোগ দীর্ঘদিনের
  • বরেলি এবার দুশো কেজি ওজনের একটি ঝুমকা তৈরি করল

আশা ভোঁশলের গাওয়া সেই গানের কথা মনে পড়ে, 'ঝুমকা গিরা রে'? এবার সেই হারিয়ে যাওয়া ঝুমকো ফিরে পেতে চলেছে বরেলি

মেরা সায়া ছবির সেই গানের সঙ্গে যে শহরের অনুষঙ্গ রয়ে গিয়েছে গত পাঁচ-ছয় দশক ধরে, সেই বরেলি  শহর এবার ৮ লাখ টাকা দিয়ে বানিয়েছে ১৪ ফুটের ঝুমকো রঙিন পাথর আর এখানকার বিখ্য়াত জরি দিয়ে তৈরি করা হয়েছে ১৪ ফুটের একটি ঝুমকাযার ওজন ২০০ কেজি

Latest Videos

জানা গিয়েছে, ২৪ নম্বর জাতীয় সড়কের ওপর পারসাখেরা এলাকায় বরেলি ডেভলেপমেন্ট অথরিটির উদ্য়োগে এই অতিকায় ঝুমকোটি তৈরি করা হয়েছেউদ্বোধন করেছেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারঝুমকোটি বানাতে খরচ হয়েছে ৮ লাখ টাকা

ঝুমকোটি বসানোর সঙ্গে সঙ্গে গোটা এলাকাটি সাজিয়ে তোলা হয়েছে বরেলি ডেভলেপমেন্ট অথারিটির তরফে সৌন্দর্যায়নের জন্য় খরচ করা হয়েছে  আরও ১০ লাখ টাকা মনে করা হয়েছে, এই ঝুমকো দেখতে ভিড় করবেন মানুষ এলাকায় পর্যটকদের যাতায়াত বাড়বে

এদিকে 'হারিয়ে যাওয়া ঝুমকো' খুঁজে পেয়ে যারপরনাই খুশি বরেলি 'মেয়া সায়া' ছবিতে সাধনার লিপে আশা ভোঁসলের গাওয়া সেই কালজয়ী গান আজও লোকের মুখে মুখে।   কবেকার সেই গান আজও মাতিয়ে রেখেছে তামাম দর্শক-শ্রোতাদেরএখন অবশ্য় অনেক জায়গাতেই এইভাবে স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য়ের হাত ধরে পর্যটন বিকাশের উদ্য়োগ নেওয়া হচ্ছেমূলত সেই পর্যটনের কথা ভেবেই এই অতিকায় ঝুমকা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছেষাটের দশকের ওই গানই বরেলি শহরের সঙ্গে ঝুমকোর যোগ ঘটিয়েছিল

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar