'রাস্তার অবস্থা খুব খারাপ, যানজটে স্কুলে যেতে দেরি হয়,' প্রধানমন্ত্রীকে চিঠি ৫ বছরের মেয়ের

Published : Aug 12, 2025, 06:26 PM ISTUpdated : Aug 12, 2025, 07:02 PM IST
PM Modi textile park inauguration

সংক্ষিপ্ত

Bengaluru’s traffic: বেঙ্গালুরুতে যানজট কুখ্যাত। এই শহরে যাঁরা বসবাস করেন এবং যাঁরা বিভিন্ন কাজে বা বেড়াতে যান, তাঁরা যানজটের বিষয়ে জানেন। এবার এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করল এক ছোট্ট মেয়ে।

DID YOU KNOW ?
ভারতে প্রথম মেট্রো কলকাতা
১৯৮৪ সালে ভারতের প্রথম মেট্রোরেলের উদ্বোধন হয় কলকাতায়। তার কয়েক দশক পর দেশের আরও কয়েকটি শহরে মেট্রোরেল চালু হয়।

Bengaluru Roads: বেঙ্গালুরুর (Bengaluru) কুখ্যাত যানজট (Bengaluru’s traffic) এবং রাস্তার বেহাল দশা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Prime Minister Narendra Modi) চিঠি দিল এক পাঁচ বছর বয়সি বাঙালি মেয়ে। তার বাবা অভিরূপ চট্টোপাধ্যায় 'এক্স' হ্যান্ডলে সেই চিঠি শেয়ার করেছেন। এই চিঠিতে লেখা, ‘নরেন্দ্র মোদীজি, যানজট অত্যন্ত বেশি। আমাদের স্কুলে ও অফিসে যেতে দেরি হয়ে যায়। রাস্তার অবস্থা খুব খারাপ। দয়া করে সাহায্য করুন।’ সোশ্যাল মিডিয়ায় এখন এই চিঠি নিয়ে আলোচনা চলছে। অনেকেই ছোট্ট এই মেয়ের চিঠির প্রশংসা করছেন। অনেকে আবার বলছেন, প্রধানমন্ত্রীকে এই চিঠি দেওয়ার বদলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া উচিত ছিল। তবে সবাই এই ছোট্ট মেয়ের সাহসিকতার প্রশংসা করছেন।

কবে বেঙ্গালুরুর যানজট কাটবে?

রবিবার বেঙ্গালুরুতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি বেঙ্গালুরুর ইয়েলো লাইন মেট্রো (Bengaluru’s Yellow Line Metro) উদ্বোধন করেন। ৭,১৬০ কোটি টাকায় এই মেট্রো লাইন তৈরি হয়েছে। বেঙ্গালুরু মেট্রো প্রকল্পের (Bangalore Metro project) তৃতীয় পর্যায়ের কাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে ১৫,৬১০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। কিন্তু মেট্রোরেল চালু হলেও, বেঙ্গালুরুতে যানজটের সমস্যা দূর হয়নি। বৃষ্টিতে রাস্তার হালও বেহাল। সারা শহরের মানুষকে এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ছোট্ট মেয়ের চিঠিতে সে কথাই উঠে এল।

 

 

বায়ুদূষণ নিয়েও প্রধানমন্ত্রী চিঠি

২০১৩ সালে বায়ুদূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল ১৩ বছর বয়সি মেয়ে অস্মি সাপ্রে। সে শ্বাসকষ্ট ও ডাস্ট অ্যালার্জির সমস্যায় ভোগে। এই কারণেই সে বায়ুদূষণ বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। এই চিঠিতে অস্মি লেখে, ‘আশা করি আপনি এই খোলা চিঠি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। শুধু আমার পক্ষ থেকেই এই চিঠি নয়, আমার মতো লক্ষ লক্ষ শিশুর পক্ষ থেকে এই চিঠি। সবারই তাজা বাতাসে শ্বাস নেওয়ার অধিকার আছে। ওদের আগামী দিন যাতে ভালো হয়, তার জন্য ওরা আপনার দিকে তাকিয়ে আছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বেঙ্গালুরুতে মেট্রোরেলের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে
রবিবার বেঙ্গালুরুতে মেট্রোরেলের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল