Bengaluru heavy rainfall: বেঙ্গালুরুতে আরও দুজনের মৃত্যু, এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩

Published : May 19, 2025, 10:49 PM ISTUpdated : May 20, 2025, 12:59 AM IST
Bengaluru flood

সংক্ষিপ্ত

Bengaluru heavy rainfall: আবারও মৃতের সংখ্যা বাড়ল বেঙ্গালুরুতে। বৃষ্টির তাণ্ডবে আরও দুজনের মৃত্যু হল। 

Bengaluru heavy rainfall: দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বৃষ্টির জল পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যার ফলে, বৃষ্টির প্রকোপে এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জন (bangalore heavy rainfall flooding)।

নিহতরা হলেন মনমোহন কামাথ, বয়স ৬৩ বছর এবং দীনেশ, তাঁর বয়স ১২ বছর। পুলিশ সূত্রে জানা গেছে, বিটিএম দ্বিতীয় স্টেজের কাছে এনএস পাল্যার মধুবন অ্যাপার্টমেন্টের বাসিন্দা কামাথ সোমবার সন্ধ্যা ৬.১৫ নাগাদ অবিরাম বৃষ্টিপাতের সময় সেলারে জমে থাকা জল পরিষ্কার করার চেষ্টা করেছিলেন। আর তখনই বিপদ ঘটে যায় (bangalore rains)। 

এক পুলিশ কর্তার কথায়, “তিনি একটি মোটর এনেছিলেন এবং সেটিকে সকেটের সঙ্গে যুক্ত করেন। তারপর যখন তিনি জল পাম্প করার চেষ্টা করেছিলেন, তখনই একটি শর্ট সার্কিট হয়ে যায় এবং তার ফলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।"  

সেই একই সময়ে, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কর্মরত আরেক নেপালি ব্যক্তির ছেলে দীনেশেরও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার জেরে মৃত্যু হয়। এই দুটি ক্ষেত্রেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু (UDR) করেছে পুলিশ (weather report today)।

এমনিতেই প্রবল বৃষ্টিপাতে নাজেহাল গোটা বেঙ্গালুরু। লাগাতার চলছে সেই বৃষ্টি। তারই মাঝে আবারও একটি খারাপ খবর। জানা গেছে, দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর একটি অ্যাপার্টমেন্টে বৃষ্টির জল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। যার ফলে, বৃষ্টির প্রকোপে এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ৩ জন। 

 

 

 একটি মোটর দিয়ে বৃষ্টির জল পরিষ্কার করার সময়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একজনের। সেই একই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কর্মরত আরেকজন নেপালি ব্যক্তির ছেলেও একইভাবে মারা যান।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল