Bengaluru Stampede: 'কুম্ভ মেলায় তো ৫০-৬০ জনের মৃত্যু হয়েছিল,' দায় এড়াচ্ছেন সিদ্দারামাইয়া

Published : Jun 04, 2025, 10:47 PM ISTUpdated : Jun 04, 2025, 11:04 PM IST
Bengaluru Stampede 11 death

সংক্ষিপ্ত

Bengaluru Tragedy: ভারতে যে কোনও ঘটনা বা দুর্ঘটনা ঘটলেই রাজনীতি শুরু হয়ে যায়। বুধবার বেঙ্গালুরুতে পদপিষ্ট (Bengaluru stampede) হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনাতেও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। বিতর্ক তৈরি করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

Siddaramaiah on Bengaluru stampede: 'এরকম তো কতই হয়।' বুধবার বেঙ্গালুরুতে পদপিষ্ট (Bengaluru stampede) হয়ে অন্তত ১১ জনের মৃত্যুর ঘটনায় কার্যত এমনই মন্তব্য করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Karnataka Chief Minister Siddaramaiah)। তিনি এই ঘটনার দায় এড়াতে মরিয়া। চলতি বছরের শুরুতে মহাকুম্ভের সময় যে দুর্ঘটনা ঘটেছিল, সে কথাও উল্লেখ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘অনেক পদপিষ্টের ঘটনা ঘটেছে। এই ধরনের অনেক পদপিষ্টের ঘটনা ঘটেছে। এমনকী, এর চেয়ে খারাপ ঘটনাও ঘটেছে। সে কথা ব্যবহার করে আমি এই ঘটনার পক্ষে সাফাই দিচ্ছি না। এটা হয়েছে। কুম্ভ মেলাতেও হয়েছে। কুম্ভ মেলায় ৫০-৬০ জনের মৃত্যু হয়েছে।’ সিদ্দারামাইয়ার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Police) ভিড় সামাল দেওয়ার জন্য আদৌ তৈরি ছিল কি না, সেই প্রশ্ন উঠে গিয়েছে। বিশেষ করে খোলা বাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) ক্রিকেটারদের নিয়ে ভিকট্রি প্যারেড বাতিল করার পরেও কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল, সেই প্রশ্ন উঠছে।

দায় এড়াতে পারে কর্ণাটক সরকার?

কর্ণাটকের মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন, ‘আমরা স্টেডিয়ামের অনুষ্ঠান আয়োজন করিনি। সরকার শুধু অনুমতি দিয়েছিল এবং নিরাপত্তার জন্য পুরো বেঙ্গালুরু পুলিশ বিভাগকে মোতায়েন করেছিল। বিধান সৌধের সামনে এক লক্ষেরও বেশি মানুষের জমায়েত হয়েছিল। কিন্তু সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে স্টেডিয়ামে ৩৫,০০০ দর্শকের বসার ব্যবস্থা থাকলেও, সেখানে প্রায় দুই-তিন লক্ষ মানুষ ভিড় জমান। এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল।’

১০ লক্ষ টাকা করে সহায়তা

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (DK Shivakumar) এবং স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর (G Parameshwara) জানিয়েছেন, বুধবার বেঙ্গালুরুতে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৩৩ জন আহত হয়েছেন। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সহায়তা দিচ্ছে কর্ণাটক সরকার। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
LIVE NEWS UPDATE: হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে, ইট বইছে অনুগামীরা