
Karnataka Government on Bengaluru Stampede: বেঙ্গালুরুতে বুধবার পদপিষ্ট (Bengaluru Stampede) হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (DK Shivakumar) যে দাবি করেছিলেন, তা খারিজ করে দিল কর্ণাটক সরকারই (Karnataka government)। বৃহস্পতিবার কর্ণাটক হাইকোর্টে (High Court of Karnataka) রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) আইপিএল (IPL 2025) জয় উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে ১,০০০-এর বেশি পুলিশকর্মী ছিলেন। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) বেঙ্গালুরুর পুলিশ কমিশনার, ডিসিপি, এসিপি-সহ পুলিশকর্মীরা ছিলেন। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, জনতাকে সামলানোর জন্য ৫,০০০ পুলিশকর্মী ছিলেন। কিন্তু কর্ণাটক সরকারই তাঁর দাবি খারিজ করে দিল। ফলে বুধবারের ঘটনায় প্রশাসনের গাফিলতি স্পষ্ট হয়ে গিয়েছে।
বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে কর্ণাটক হাইকোর্ট। রাজ্য সরকারকে নোটিস পাঠানো হয়েছে। কার্যনির্বাহী প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাও (Acting Chief Justice V Kameshwara Rao) ও বিচারপতি সি এম জোশীর (Justice CM Joshi) বেঞ্চে অ্যাডভোকেট জেনারেল শশীকিরণ শেট্টি (Advocate General Shashikiran Shetty) বলেছেন, ‘আমরা বিরোধিতা করছি না। আদালত যে নির্দেশ দেবে, আমরা তা মেনে চলতে তৈরি।’
বুধবারের ঘটনা নিয়ে কর্ণাটক হাইকোর্ট বলেছে, 'আনন্দ উদযাপনের উদ্দেশ্য বিপর্যয় ডেকে আনল। আমরা স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছি। এই বিপর্যয়ের কারণ জানার চেষ্টা করছি। এই বিপর্যয় এড়ানো যেত কি না, সেটাও জানার চেষ্টা করছি আমরা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানোর জন্য কী করা উচিত, তাও বোঝার চেষ্টা করছি আমরা।' কর্ণাটক সরকার হাইকোর্টে জানিয়েছে, বুধবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে জলের ট্যাঙ্কার, অ্যাম্বুল্যান্স, কম্যান্ড ও কন্ট্রোল ভেহিকল ছিল। অন্য ম্যাচগুলিতে যে ব্যবস্থা ছিল, তার চেয়ে অনেক বেশি ব্যবস্থা করা হয়েছিল বলেও দাবি করেছে কর্ণাটক সরকার। কিন্তু তারপরেও বিপর্যয় ঘটে গেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।