ক্রমে বেড়ে চলেছে সাইবার ক্রাইম। নানান ভুয়ো ফোনের দ্বারা লোক কঠিয়ে টাকা চুরি করে থাকেন।
এবার প্রকাশ্যে এল নয়া খবর। কম মার্জ করলেই সব শেষে হয়ে যাবে। নিমেষে খালি হয়ে যাবে অ্যাকাউন্ট।
এবার থেকে UPI প্রসঙ্গে সতর্ক হন। কল মার্জ করে হ্যাকাররা তুলে নিচ্ছে মোটা টাকা।
প্রতারকের সঙ্গে ফোনে কথা বলার সময় ব্যবহারকারীর ফোনে একটি ওটিপির জন্য কল আসবে।
যখন সাইবার অপরাধীরা কোনও ব্যক্তিকে কল মার্জ করতে বলতে তখন ফোনে কনফারেন্সে ওটিপি শোনা যাবে। ওই ওটিপি ঝটপট শুনে অ্যাকাউন্ট খালি করবে সাইবার অপরাধীরা।
জেনে নিন কীভাবে সচেতন হবেন। প্রথমত বাইরে থেকে অপরিচিত কেউ ফোন বা মেসেজ করলে সাড়া না দেওয়াই ভালো।
আপনার গ্যাজেটে থাকা বিভিন্ন জরুরি অ্যাপ, ফোল্ডারগুলো পাসওয়ার্ড দিয়ে রাখুন।
মেসেজে আসা অচেনা বা সন্দেহজনক লিঙ্ক ভুলেও ক্লিক করবেন না। ওটিপি, পাসওয়ার্ড, পিন কারও সঙ্গে শেয়ার করবেন না।
কোনও লোভনীয় অফার পেলেই তার পিছনে ছুটবেন না।
এবার থেকে সতর্ক হন। কল মার্জ করে এবার থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে এই ভাবে।
Sayanita Chakraborty