UPI প্রতারণার নয়া ফাঁদ, কল মার্জ করলেই সব শেষে, নিমেষে খালি হয়ে যাবে অ্যাকাউন্ট

Published : Feb 18, 2025, 10:33 AM ISTUpdated : Feb 18, 2025, 09:34 PM IST

কল মার্জ করে UPI-এর মাধ্যমে টাকা চুরির নতুন কৌশল প্রকাশ্যে। অপরিচিত কল, ওটিপি শেয়ার এবং লিঙ্কে ক্লিক না করার মাধ্যমে সাবধানতা অবলম্বন করুন।

PREV
110

ক্রমে বেড়ে চলেছে সাইবার ক্রাইম। নানান ভুয়ো ফোনের দ্বারা লোক কঠিয়ে টাকা চুরি করে থাকেন।

210

এবার প্রকাশ্যে এল নয়া খবর। কম মার্জ করলেই সব শেষে হয়ে যাবে। নিমেষে খালি হয়ে যাবে অ্যাকাউন্ট।

310

এবার থেকে UPI প্রসঙ্গে সতর্ক হন। কল মার্জ করে হ্যাকাররা তুলে নিচ্ছে মোটা টাকা।

410

প্রতারকের সঙ্গে ফোনে কথা বলার সময় ব্যবহারকারীর ফোনে একটি ওটিপির জন্য কল আসবে।

510

যখন সাইবার অপরাধীরা কোনও ব্যক্তিকে কল মার্জ করতে বলতে তখন ফোনে কনফারেন্সে ওটিপি শোনা যাবে। ওই ওটিপি ঝটপট শুনে অ্যাকাউন্ট খালি করবে সাইবার অপরাধীরা।

610

জেনে নিন কীভাবে সচেতন হবেন। প্রথমত বাইরে থেকে অপরিচিত কেউ ফোন বা মেসেজ করলে সাড়া না দেওয়াই ভালো।

710

আপনার গ্যাজেটে থাকা বিভিন্ন জরুরি অ্যাপ, ফোল্ডারগুলো পাসওয়ার্ড দিয়ে রাখুন।

810

মেসেজে আসা অচেনা বা সন্দেহজনক লিঙ্ক ভুলেও ক্লিক করবেন না। ওটিপি, পাসওয়ার্ড, পিন কারও সঙ্গে শেয়ার করবেন না।

910

কোনও লোভনীয় অফার পেলেই তার পিছনে ছুটবেন না।

1010

এবার থেকে সতর্ক হন। কল মার্জ করে এবার থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে এই ভাবে।

click me!

Recommended Stories