বলা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিচ্ছেন বোনরা। এবারের ভাইফোঁটায় ভাইদের রক্ষা করার অজ্ঞীকারের পাশাপাশি ভাইদর অভ্যাসও বদলে দিতে চাইছেন তাঁরা। চলতি বছরের ১ অক্টোবর থেকে ভারতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে। প্লাস্টিক ব্যবহারের অভ্যাসটাই ছাড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরই এইবারের ভাইফোঁটায় দারুণ চাহিদা ধাতব বোতল-গ্লাস'এর সেটের।
একেবারে ফুটপাথের দোকান থেকে বড় বড় সুপার মার্কেট, সব জায়গায় এক ছবি। ভাইফোঁটার উপহার হিসেবে তামার বোতল-গ্লাসের সেট, বা তামার জগ -গ্লাসের সেট দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। ধাতব জলের বোতলের মধ্যে নানা প্রকার বৈচিত্রও দেখা যাচ্ছে। ধাতব রঙের বাইরেও নানা রঙ-বাহারি কারুকাজ করা বোতলও পাওয়া যাচ্ছে। জল ঠান্ডা বা গরম থাকে দীর্ঘক্ষণ, এইরকম ধাতব বোতলও রয়েছে।
অনেক আবার ঝুঁকেছেন বাহারি কাঁচের বোতলের দিকে। কাঁচের বোতল-গ্লাসের সেটও এইবারের ভাইফোঁটার উপহার হিসেবে সুপার হিট। বিভিন্ন রঙের ও বিভিন্ন আকৃতির কাঁচের বোতল মিলছে বাজারে।
শুধু বোনরা ভাইদের এই ধরণের উপহার দিচ্ছেন তাই নয়, উল্টোটাও ঘটছে। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই - ভারতের সবদিকেই একই প্রবণতা দেখা যাচ্ছে। এভাবেই পরিবেশ সচেতনতার মধ্য দিয়ে, ভাইফোঁটায় গোটা বিশ্বের ভাইবোনদের পাশে থাকতে চাইছে ভারত।