প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিচ্ছেন বোনরা, ফোঁটার সঙ্গে বদলে দিচ্ছেন ভাইদের অভ্যাসও

Published : Oct 28, 2019, 02:42 PM IST
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিচ্ছেন বোনরা, ফোঁটার সঙ্গে বদলে দিচ্ছেন ভাইদের অভ্যাসও

সংক্ষিপ্ত

প্লাস্টিক ব্যবহারের অভ্যাস ছাড়ার আহ্বান জানিয়েছেন মোদী এইবারের ভাইফোঁটায় সেই আহ্বানে সাড়া দেওয়ার ইঙ্গিত মিলছে উপহার হিসেবে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে ধাতব বোতল ভাইরা প্লাস্টিকের বোতলে জল খাওয়া ছেড়ে দিক এমনটাই চাইছেন বোনরা  

বলা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিচ্ছেন বোনরা। এবারের ভাইফোঁটায় ভাইদের রক্ষা করার অজ্ঞীকারের পাশাপাশি ভাইদর অভ্যাসও বদলে দিতে চাইছেন তাঁরা। চলতি বছরের ১ অক্টোবর থেকে ভারতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে। প্লাস্টিক ব্যবহারের অভ্যাসটাই  ছাড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরই এইবারের ভাইফোঁটায় দারুণ চাহিদা ধাতব বোতল-গ্লাস'এর সেটের।

একেবারে ফুটপাথের দোকান থেকে বড় বড় সুপার মার্কেট, সব জায়গায় এক ছবি। ভাইফোঁটার উপহার হিসেবে তামার বোতল-গ্লাসের সেট, বা তামার জগ -গ্লাসের সেট দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। ধাতব জলের বোতলের মধ্যে নানা প্রকার বৈচিত্রও দেখা যাচ্ছে। ধাতব রঙের বাইরেও নানা রঙ-বাহারি কারুকাজ করা বোতলও পাওয়া যাচ্ছে। জল ঠান্ডা বা গরম থাকে দীর্ঘক্ষণ, এইরকম ধাতব বোতলও রয়েছে।

অনেক আবার ঝুঁকেছেন বাহারি কাঁচের বোতলের দিকে। কাঁচের বোতল-গ্লাসের সেটও এইবারের ভাইফোঁটার উপহার হিসেবে সুপার হিট। বিভিন্ন রঙের ও বিভিন্ন আকৃতির কাঁচের বোতল মিলছে বাজারে।

শুধু বোনরা ভাইদের এই ধরণের উপহার দিচ্ছেন তাই নয়, উল্টোটাও ঘটছে। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই - ভারতের সবদিকেই একই প্রবণতা দেখা যাচ্ছে। এভাবেই পরিবেশ সচেতনতার মধ্য দিয়ে, ভাইফোঁটায় গোটা বিশ্বের ভাইবোনদের পাশে থাকতে চাইছে ভারত।

PREV
click me!

Recommended Stories

Vande Mataram: জানেন বন্দে মাতরমের কোন একটি শব্দ, যা নিয়ে স্বাধীনতার এত বছর পরেও শেষ হয়নি বিতর্ক!
প্রধানমন্ত্রী মোদীর প্রথম জর্ডান সফর 'ঐতিহাসিক', বললেন ভারতীয় দূত