Web Desk - ANB | Published : Jun 20, 2022 4:21 AM IST / Updated: Jun 20 2022, 11:37 AM IST

HDL- Bharat Bandh: অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে চলছে ভারত বনধ, একনজরে আপডেট

সংক্ষিপ্ত

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ দেশজুড়ে বনধ। বামপন্থী একাধিক সংগঠনের সঙ্গে সঙ্গে আরও অনেক গণ সংগঠয়ন এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দল এই বনধে সামিল হয়েছে। অগ্নিপথ-এর প্রকল্পর প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে রাস্তায় নেমেছে অসংখ্য যুবক। রেল রোকো আন্দোলন থেকে রেলের কামরায় আগুন, রাস্তা অবরোধ, মিছিল কিছুই বাদ যায়নি। তেলেঙ্গানায় এই বিক্ষোভে পুলিশের গুলিতে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অসংখ্য। এই ঘটনায় পুলিশ ধরপাকড়ও করেছে। রবিবার সেনাপ্রধান অগ্নিপথ প্রকল্পে অনড় থাকার বার্তা দিতেই ভারত বনধের ডাক দেওয়া হয়।  
 

11:37 AM (IST) Jun 20

শারআউল সীমানায় শম্বুকের গতিতে চলছে যানবাহন

দিল্লি-গুরুগ্রামের সীমানায় শম্বুকের গতিতে চলছে যানবাহন, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে মানুষ

 

11:15 AM (IST) Jun 20

দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে যানজট

দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে পুলিশের নাকা তল্লাশি, যার জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছে, অন্তত ঘণ্টাখানেক ধরে আটকে থাকতে হচ্ছে নিত্যযাত্রীদের, ভারত বনধের জেরে যাতে কোনও হিংসামুূলক ঘটনা না ঘটে, তার জন্য এই তল্লাশি চলছে

 

11:13 AM (IST) Jun 20

বাতিল বহু ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

ভারত বনধের জন্য বাতিল করা হয়েছে একাধিক ট্রেন, গোরখপুর স্টেশনে এদিন বহু যাত্রী দুর্ভোগে পড়েন, এদের কাছে ট্রেন বাতিলের কোনও খবরই ছিল না। 

 

11:10 AM (IST) Jun 20

দিল্লি-নয়ডা লিঙ্ক রোডে যানজট

ভারত বনধের জেরে নয়ডা-দিল্লি সীমানায় চিল্লা রোডে ব্যাপক নাকা চেকিং পুলিশের, যার জেরে বিপুল যানজট

 

11:08 AM (IST) Jun 20

বিজয়ওয়াড়া রেল স্টেশনে কড়া নজরদারি

অগ্নিপথ নিয়ে ভারত বনধের জেরে বিজয়ওয়াড়া রেল স্টেশনে কডড়া নিরাপত্তার বন্দোবস্ত

 

09:55 AM (IST) Jun 20

বনধের মধ্যেও স্বাভাবিক শিলিগুড়ি

ভারত বনধের এখনও পর্যন্ত তোমন কোনও প্রভাব পড়েনি শিলিগুড়ির জনজীবনে, অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকেই দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়েছে শিলিগুড়ি। রাস্তায় নমে যুবকরা একাধিকবার অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবি করেছে, মনে করা হয়েছিল অগ্নিপথ বিরোধী ভারত বনধ-এর ডাক হয়তো শিলিগুড়ি শহরকে এক্কেবারে স্তব্ধ করে দেবে, কিন্তু তেমন কিছুই এখনও পর্যন্ত ঘটেনি