মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ, ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক

  • মধ্যবিত্তের জন্য খারাপ খবর
  • ফিক্সড ডিপোজিটে কমানো হল সুদের হার
  • ১ অগস্ট থেকে কার্যকর হবে এই সুদের হার
  • এক ঝলকে দেখে নিন কোন মেয়াদে সুদের হার কত হতে চলেছে

Indrani Mukherjee | Published : Jul 29, 2019 12:19 PM IST

ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যার ফলে মধ্যবিত্তের কপালে পড়ল চিন্তার ভাঁজ। সোমবার ২ কোটি টাকা পর্যন্ত সবরকম মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপর সুদ কমানোর কথা ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক। আগামী ১ অগস্ট তারিখ থেকে এই নতুন নিয়নম কার্যকর হবে বলে জানিয়ে দিল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। 

এক ঝলকে দেখে নিন কোন মেয়াদে সুদের হার কত হতে চলেছে।- 

Latest Videos

১) ৭ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের সুদের এতদিন ছিল ৫.৭৫ শতাংশ। সেখান থেকে তা কমে গিয়ে হল ৫.০০ শতাংশ। 

২) ৪৬ থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার এতদিন ছিল ৬.২৫ শতাংশ। সেখান থেকে তা কমে গিয়ে হল ৫.৭৫ শতাংশ।

৩) ১৮০ থেকে ২১০ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার এতদিন ছিল ৬.৩৫ শতাংশ। সেখান থেকে তা কমে গিয়ে হল ৬.২৫ শতাংশ।

৪)এক বছরের বেশি সময় থেকে দু'বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে সুদের হার এতদিন ছিল ৭.০০ শতাংশ।। সেখান থেকে তা কমে গিয়ে হল ৬.৮০ শতাংশ। 

৫) দু'বছরের বেশি সময় থেকে তিন বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে সুদের হার এতদিন ছিল ৬.৭৫ শতাংশ। সেখান থেকে তা থেকে কমে গিয়ে হল ৬.৭০ শতাংশ।

৬) তিন বছরের বেশি এবং পাঁচ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার এতদিন ছিল ৬.৭০ শতাংশ। সেখান থেকে তা থেকে কমে গিয়ে হল ৬.৬০ শতাংশ।

৭) পাঁচ বছর বেশি এবং দশ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে সুদের হার এতদিন ছিল ৬.৬০ শতাংশ। সেখান থেকে তা কমে গিয়ে হল ৬.৫০ শতাংশ। 

Share this article
click me!

Latest Videos

৫০০০ টাকা ধার শোধ করতে না পারায় যা ঘটল! দুপক্ষই থানার দ্বারস্থ | Berhampore News Today | Bangla News
নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'তৃণমূলের একটাই লক্ষ্য কাটমানি খাওয়া' ভরা মঞ্চে ধুয়ে দিলেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News