পেনশনের নিয়মে বড় পরবর্তন রছে পেনশন ফান্ড রেগুলেরি অথরিটি (PFRDA)। নতুন নয়ম লাগু হচ্ছে ১ অক্টোবর থেকে। এই নুতন নিয়মের আওতায় পড়বেন ন্যাশানাল পেনশন সিস্টেম (NPS), অটল পেনশন যোজনা(APY), ইউনিফাইড পেনশন স্কিম (UPS)-এর গ্রাহকরা। এই পরিবর্তনের মূল উদ্দেশ্যই হল, সেন্ট্রাল রেকর্ডকিপিং এডেন্সির মাধ্যমে একটি নতুন ও স্বচ্ছ ফি কাঠামো চালু করা।
26
নতুন ফি কাঠামো
PFRDA-এর নির্দেশিকা অনুযায়ী পেনশন স্কিমগুলির জন্য পরিষেবা চার্জে একটি সংশোধন করা হয়েছে। এই পরিবর্তনটি মূলত সেন্ট্রাল রেকর্ডকিপিং এজেন্সিগুলি জন্য প্রযোজ্য। যারা গ্রাহকদের অ্যাকাউন্ট পরিচালনা ও রেকর্ড রাখার কাজ করে। জুন ২০২০-র পুরনো নির্দেশিকা বাতিল করে এই নতুন পরিকাঠামো তৈরি করা হয়েছে। যার লক্ষ্য গ্রহকদের জন্য আরও নির্দেশ্ট ও সম্ভবত লাভজনক ফি ব্যবস্থা চালু করা।
তাই বিভিন্ন স্কিমে চার্জের কী পরিবর্তন করা হয়েছে দেখুনঃ
36
সরকারি ক্ষেত্র
এটি মূলত NPS ও UPS-এর জন্য
ই-প্রান কিট খোলা- এখন থেকে নতুন ই-প্রান কিট খোলার জন্য ১৮ টাকা পর্যন্ত চার্জ লাগবে।
ফিজিক্যাল প্রান কার্ড - এই কার্ডের জন্য দিতে হবে ৪০ টাকা।
বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ-বার্ষিক রক্ষণাবেক্ষণের চার্জ হিসেবে ১০০ টাকা ফি ধার্য করা হয়েছে।