8th Pay Commission-এ বিরাট পরিবর্তন! বদলে যেতে পারে ডিএ ও ডিআর হিসেবের নিয়ম

Published : Jan 29, 2025, 04:39 PM IST

কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণের হিসাবের পদ্ধতিতে পরিবর্তন হতে পারে। 

PREV
19
মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ

কেন্দ্রীয় সরকারের সরকারি কর্মচারি ও পেনশনভোগী কনফেডারেশন কেন্দ্রের কাছে যে প্রস্তাব দিয়েছে তাতেই বদলে যেতে পারে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ।

29
অষ্টম বেতন কমিশন

কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। যা নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ করা শুরু হয়েছে।

39
মূল্যবৃদ্ধি অনুযায়ী ডিএ বা ডিআর

মহার্ঘ ভাতার হিসেবের পদ্ধতিতে পরিবর্তন এমনভাবেই করতে হবে যাতে সকল সরকারি খাতের কর্মীরাও ব্যাঙ্ক এবং এলআইসি কর্মীদের মতো প্রতি তিন মাস অন্তর প্রকৃত মূল্যবৃদ্ধি অনুযায়ী ডিএ বা ডিআর পান৷

49
মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের হিসেব

কর্মীদের প্রস্তাব ১২ মাসের গড়ের পরিবর্তে তিন মাসের গড় ধরে সকলের ক্ষেত্রেই মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের হিসেব করা উচিত৷

59
অষ্টম বেতন কমিশন

২০২৬ সালে লাগু করা হতে পারে অষ্টম বেতন কমিশন। যার সুপারিশ করা হয়েছে ইতিমধ্যেই।

69
কেন্দ্রীয় সরকারি কর্মী

ছয় মাসে ০.৯ শতাংশ ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন অন্যান্য খাতের কেন্দ্রীয় সরকারি কর্মীরা৷ 

79
ডিএ বা ডিআর

ব্যাঙ্ক এবং এলআইসি কর্মীরা যেভাবে 'পয়েন্ট টু পয়েন্ট' ডিএ পান, সব ক্ষেত্রেই একইভাবে ডিএ বা ডিআর পাওয়া উচিত৷

89
মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের হিসেব

মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের হিসেব করার পদ্ধতি একই রাখার ওপর গুরুত্ব আরোপ করেই চিঠি লেখা হয়েছে, প্রতি তিন মাস অন্তর ব্যাঙ্কিং কর্মীদের ডিএ পরিবর্তন করা হয়

99
কেন্দ্রীয় সরকার

সূত্রের খবর এখনও কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে কিছুই বলেনি। তবে সব বিষয় নিয়ে আলোচনা চলছে।

click me!

Recommended Stories