রেল ট্র্যাকে কেউ বা কারা বড় বড় বেশ কয়েকটা পাথর রেখে গিয়েছিল বলে অভিযোগ । সময়মতো তা চোখে পড়ে রেলকর্মীদের ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো যায় বহু যাত্রীর প্রাণও বাঁচে।
শুক্রবার পুনে শহরের কাছে আকুর্দি এবং চিঞ্চওয়াদ স্টেশনের মাঝে বড় দুর্ঘটনা এড়াল রেল । রেল ট্র্যাকে কেউ বা কারা বড় বড় বেশ কয়েকটা পাথর রেখে গিয়েছিল বলে অভিযোগ, কিন্তু সময়মতো তা চোখে পড়ে রেলকর্মীদের । লাইনে আসা মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনের চালককে সতর্ক করা দেওয়া হয়। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো যায় । বহু যাত্রীর প্রাণও বাঁচে । পুনেগামী ট্রেন লাইনের একজন গার্ড পাথরগুলো দেখতে পেয়ে চিঞ্চওয়াড় স্টেশন মাস্টারকে জানান । চিঞ্চওয়াড়ের স্টেশন মাস্টার ওই ট্র্যাকে আসা এক্সপ্রেসের লোকো পাইলটকে সতর্ক করেন, সময়মত থেমে যায় ট্রেন ।