জম্মু-কাশ্মীরে বড় সাফল্য সেনা-পুলিশ যৌথ বাহিনীর, গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি

Published : Oct 20, 2024, 11:12 PM IST
Indian Army soldier kidnapped

সংক্ষিপ্ত

নির্বাচনের আগেই জম্মু-কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের একাধিক চেষ্টা হয়েছে।

নির্বাচনের আগেই জম্মু-কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের একাধিক চেষ্টা হয়েছে।

ভূস্বর্গে জনগণের নির্বাচিত সরকার আসার পরেও, তা এখনও অব্যাহত। রবিবার, ভোর থেকেই উত্তর কাশ্মীরের বারামুলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় সেনা এবং পুলিশের যৌথ বাহিনী। অভিযানে নিকেশ হয়েছে এক জঙ্গিও। খোঁজ চলছে আরও এক জঙ্গির।

এক্স হ্যান্ডেলে সেনার তরফ থেকে বারামুলায় জঙ্গি গতিবিধি এবং অভিযান চালানোর বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে, উরি সেক্টরের কামালকোটে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন জওয়ানরা। আর এরপরেই ওই এলাকায় অভিযানে নামে সেনা। শুরু হয়ে যায় গুলির লড়াই। তাতেই মৃত্যু হয়েছে এক জঙ্গির। আরও এক জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

অন্যদিকে, জম্মু-কাশ্মীর পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল আনন্দ জৈন জানিয়েছেন, পুঞ্চ জেলায় দুই জঙ্গিকে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ। তাঁর কাছ থেকে বেশ কিছু গ্রেনেড এবং বিচ্ছিন্নতাবাদী পোস্টার উদ্ধার করা হয়েছে। জেরায় ওই জঙ্গি স্বীকার করেছে, গ্রেনেডগুলি গুরুদ্বার, মন্দির, হাসপাতাল এবং সেনা ঘাঁটিতে হামলার জন্য আনা হয়েছিল। যদিও তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় সেই সন্ত্রাসবাদী।

তবে জম্মু-কাশ্মীরে জনগণের নির্বাচিত সরকার আসার পরেও ঝামেলা কিন্তু অব্যাহত রয়েছে। রবিবার, ফের গিলির লড়াই। ভোর থেকেই উত্তর কাশ্মীরের বারামুলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। সেই অভিযানে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় সেনা এবং পুলিশের যৌথ বাহিনী। আনা যাচ্ছে, এই অভিযানে নিকেশ করা হয়েছে এক জঙ্গিকে।

সেইসঙ্গেই, খোঁজ চলছে আরও এক জঙ্গির। ফের একবার সাফল্য পেল সেনা এবং পুলিশ। খতম এক জঙ্গিও।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

রাতের গোয়ায় নাইট ক্লাবে ভয়ঙ্কর দুর্ঘটনা, সিলিন্ডার বিস্ফোরণে পর্যটক সহ নিহত অন্তত ২৩ জন
News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে