DA Update: ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা দিতে খরচ ১০ হাজার কোটি টাকা, কবে ঢুকবে কর্মীদের অ্যাকাউন্টে

Published : Mar 16, 2025, 02:36 PM IST

DA Update:কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ মোদী সরকারের আমলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের ডিএ বকেয়া রয়েছে। 

PREV
110
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়বে

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টমে বেতন কমিশনের সুপারিশ করেছে মোদী সরকার। ২০১৬ সালে লাগু হতে পারে। সেই সময় বাড়বে বেতন।

210
কেন্দ্রের খরচ

নয়া বেতন কমিশন লাগু করলে কেন্দ্রীয় সকরকারকে কোষাগার থেকে অতিরিক্ত ৩০-৩২ হাজার কোটি টাকার খরচ করতে হবে।

310
সুবিধে পাবেন যারা

কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন লাগু করলে সুবিধে পাবেন দেশের প্রায় ৫০ লক্ষ সরকারি কর্মী আর ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী।

410
বকেয়া ডিএ

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ মোদী সরকারের আমলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের ডিএ বকেয়া রয়েছে।

510
১৮ মাসের বকেয়া ডিএ

কোভিড মহামারির সময়ই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের ডিএ বকেয়া রয়েছে।

610
২০২০-২১ সালে বকেয়া ডিএ

২০২০ সালের জানুয়ারি থেকে ২০২০২১ সালের জালাই পর্যন্ত তিনটি কিস্তিতে ডিএ বকেয়া রয়েছে সরকারি কর্মীদের।

710
ডিএর দাবি

সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বকেয়া ডিএ-র দাবি করা হয়েছে।

810
কেন্দ্রীয় সরকারের বক্তব্য

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও কথা বলা হয়নি। তবে কয়েক মাস আগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছিলেন বকেয়া ডিএর ব্যাপারে এখনও পর্যন্ত কিছু বিবেচনা করা হয়নি।

910
নয়া পেশ কমিশন

নয়া পে কমিশন চালু হলে বকেয়া ডিএ আর পাওয়া যাবে না। তিন শতাংশ হারও যদি ডিএ দেওয়া হয় তাহলেও ৯-১০ হাজার কোটি টাকা খরচ করা হবে।

1010
বেতন বৃদ্ধি

কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন লাগু হলে সরকারি কর্মীদের নূন্যতম বেতন হওয়ার কথা ৫১ হাজার টাকা বা তারও বেশি।

click me!

Recommended Stories