৩ % DA বৃদ্ধির সঙ্গে বাড়ছে আরও দুটি ভাতা, বছর শেষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ধামাকা, মিলল জোড়া সুখবর

Published : Dec 07, 2024, 09:40 AM IST

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির পাশাপাশি পোশাক পরিচ্ছদ এবং নার্সিং ভাতাও বৃদ্ধি পেয়েছে। ডিএ ৫৩ শতাংশে বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য দুটি ভাতা ১৩ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশ হয়েছে। 

PREV
110

বেশ কিছুদিন ধরে খবরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ডিএ বৃদ্ধি নিয়ে খবরে রয়েছেন তাঁরা।

210

৩ শতাংশ ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সব মিলিয়ে এখন থেকে ৫৩ শতাংশ ডিএ পাবেন তাঁরা।

310

এবার প্রকাশ্যে এল নয়া খবর। ৫৩ শতাংশ ডি-র সঙ্গে আরও দুটি ভাতার পরিমাণ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

410

বেতনের সঙ্গে একাধিক ভাতা পেয়ে থাকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেই সকল ভাতার মধ্যে দুটি ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে।

510

জানা গিয়েছে, নতুন বছরে ডিএ-র সঙ্গে অন্য দুটি ভাতার পরিমাণ বেড়েছে। ১৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৫ শতাংশ।

610

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে পোশাক পরিচ্ছদ সংক্রান্ত ভাতা ও নার্সিং ভাতা বৃদ্ধি করা হয়েছে।

710

এবার থেকে পোশাক পরিচ্ছদ সংক্রান্ত ভাতা ও নার্সিং ভাতা মিলবে ২৫ শতাংশ করে। সব মিলিয়ে উপকৃত হবেন সরকারি কর্মীরা।

810

নতুন বছরে একাধিক সুখবর দিতে চলেছেন মোদী সরকার। ভাতা বাড়ছে সরকারী কর্মীদের।

910

ডিএ-র সঙ্গে মিলবে বর্ধিত পোশাক পরিচ্ছদ সংক্রান্ত ভাতা ও নার্সিং ভাতা। সব মিলিয়ে মোটা টাকা বাড়ছে বেতন।

1010

ডিএ বৃদ্ধির ফলে শুধু সরকারি কর্মীরা নন, সঙ্গে উপকৃত হবেন পেনশেন ভোগীরাও।

click me!

Recommended Stories