বিহারে সরকার গঠন করবে বিজেপি! ভোটের আগেই ভবিষ্যদ্বাণী 'ক্ষুব্ধ' প্রশান্ত কিশোরের

Published : Oct 21, 2025, 09:52 PM IST

বিহারে ভোটের প্রস্তুতি জোরদার। মনোনয়ন দাখিলের কাজ শুরু হয়েছে। কিন্তু তাতেই সমস্যা দেখা দিয়েছে। রীতিমত ক্ষুব্ধ প্রশান্ত কিশোর বিহারের ভোট নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। 

PREV
15
ভোটের প্রস্তুতি বিহারে

বিহারে ভোটের প্রস্তুতি জোরদার। মনোনয়ন দাখিলের কাজ শুরু হয়েছে। কিন্তু তাতেই সমস্যা দেখা দিয়েছে। গত দুই দিনে প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টির তিন সদস্য মনোনয়ন প্রত্যাহার করেছেন। সেই তালিকায় আরও কয়েকজনের নাম যুক্ত হতে পারে বলে অনুমান প্রশান্ত কিশোরের।

25
ক্ষুব্ধ প্রশান্ত কিশোর

দলের প্রার্থীদের নাম প্রত্যাহারে রীতিমত ক্ষুব্ধ প্রশান্ত কিশোর। তিনি বলেন, 'আমাদের দলের প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয় প্রত্যাহারে বাধ্য করছে বিজেপি। ' তারপরই তিনি বলেন, 'গত কয়েক বছর ধরে নির্বাচনে যে দলই জিতুক না কেন সরকার গঠনের জন্য বিজেপি খ্যাতি অর্জন করছে। এখন তারা বিহারে একটি নতুন পদ্ধতি প্রয়োগ করেছে।'

35
নিশানায় বিজেপি

প্রশান্ত কিশোরের নিশানায় বিজেপি। তিনি বলেছেন প্রার্থীদের ভয় দেখিয়ে নাম প্রত্যাহারে বাধ্য করছে বিজেপি। পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের কাছে তাঁর দলের প্রার্থীদের উপযুক্ত নিরাপত্তা দেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি আরও বলেছেন, তাঁর দলের যে সদস্যরা নাম প্রত্যাহার করেছেন তাঁরা ও তাঁদের পরিবারের সদস্যরা ভয় বা প্রলোভনের শিকার হয়েছেন। আর সেই কারণেই শেষ সময় নাম প্রত্যাহার করেছেন।

45
নাম প্রত্য়াহার

দানাপুর, ব্রহ্মপুর এবং গোপালপঞ্জে পিকের দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছেন। আগামী ৬ নভেম্বর, প্রথম দফায় ভোট হতে যাওয়া ওই কেন্দ্রগুলিতে সোমবারই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। দ্বিতীয় দফার ভোট ১১ নভেম্বর।

55
PK-র প্রথম নির্বাচন

প্রশান্ত কিশোর, দেশে ভোট কুশলী হিসেবেই পরিচিত। মোদী থেকে মমতা সকলের জয়ের পিছনে রয়েছে পিকের হাত। ভোট কুশলী হিসেবে তাঁর সাফল্য় শিখরে। কিন্তু বিহারে বিধানসভা নির্বাচনে প্রথম সর্বশক্তি দিয়েই লড়াইয়ের ময়দানে নেমেছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু এখন প্রশ্ন তাঁর ভোট বৈতরণী কীভাবে পার হবে।

Read more Photos on
click me!

Recommended Stories