Bihar Election 2025 Result: বিহার ভোটের ময়দানে রীতিমতো ঝড় তুলল এনডিএ জোট (bihar election 2025)। যতই সময় এগোচ্ছে, ততই যেন ছবিটা পরিষ্কার হতে শুরু করেছে। শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে গেছে বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা (eci result bihar 2025)।
জোরকদমে চলছে কাউন্টিং এবং একের পর এক আপডেট আসতে শুরু করেছে। শুরুতে কিছুটা লড়াই চোখে পড়লেও, এখন আর সেই সম্ভাবনাই নেই। কার্যত, চালিয়ে খেলছে এনডিএ জোট।
জেডিইউ-বিজেপি সহ অন্যান্য দল নিয়ে গঠিত এনডিএ জোট এই মুহূর্তে ২০০-টি আসনে এগিয়ে রয়েছে। উল্টোদিকে থাকা আরজেডি-কংগ্রেস-বাম এবং অন্যান্য সহযোগী দল নিয়ে তৈরি মহাজোটের ভরাডুবি সম্ভবত সময়ের অপেক্ষা। মাত্র ৩৭টি আসনে এগিয়ে তারা। সুতরাং, বোঝাই যাচ্ছে যে, বড়সড় রাজনৈতিক ব্যর্থতা প্রমাণিত মহাজোটের।
এনডিএ জোটের মধ্যে শুধু বিজেপিই এগিয়ে রয়েছে ৯০টি আসনে। জেডিইউ ৮১টি আসনে, এলজেপি ২২টি আসনে এইচএএম ৫টি এবং আরএলএম ৪টি আসনে এগিয়ে রয়েছে। মহাজোটের মধ্যে কংগ্রেসের অবস্থা রীতিমতো শোচনীয়। মাত্র ৫টি আসনে এগিয়ে আছে তারা। আরজেডি-র অবস্থাও তথৈবচ। মাত্র ২৭টি আসনে এগিয়ে তারা। সিপিআই-তো শূন্য। সিপিআই(এম) মাত্র ১টি আসনে এগিয়ে। সিপিআই(এম-এল) ২টি আসনে এগিয়ে আছে। আইআইপি-র ভাঁড়ার শূন্য।
ফলাফল সামনে আসা শুরু হতেই দিল্লীতে উল্লাস শুরু হয়ে গেছে বিজেপির। চলছে লাড্ডু বিতরণ। জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় দিল্লীতে বিজেপির সদর দফতর থেকে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।