সনিয়া থেকে শত্রুঘ্ন - ভোট প্রচারে বিহারে ৩০ মহারথীকে নামাচ্ছে কংগ্রেস

২৮ অক্টোবর বিহারের প্রথম দফা ভোটগ্রহণ

কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে ৭০টি আসনে

শনিবার ৩০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হল

তালিকায় বর্ষীয়ান রাজনৈতিক নেতা, চিত্রতারকা, প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন

 

সনিয়া-মনমোহনদের মতো বর্ষীয়ান নেতারা যেমন আছেন, তেমনই আছেন বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী, চলচিত্র তরকা, প্রাক্তন ক্রিকেটাররা। বিহারের আসন্ন বিধানসভা ভোটে সর্বশক্তি নিয়ে প্রচারে নামছে জাতীয় কংগ্রেস। শনিবার ভারতের নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস তাদের ৩০ জন তারকা নির্বাচনী প্রচারকের তালিকা পেশ করল। ২৮ অক্টোবর বিহারের প্রথম দফা ভোটগ্রহণ। এই তালিকা প্রথম দফার জন্যই।

সেই তালিকায় কে নেই? প্রথমেই নাম রয়েছে অস্থায়ী সভানেত্রী সনিয়া গান্ধীর। বস্তুত গোটা গান্ধী পরিবার অর্থাৎ প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও আসছেন বিহারের ভোটপ্রচারে। প্রচারকের তালিকায় নাম রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এরও। প্রচারে আসবেন অশোক গেহলট, অমরিন্দর সিং, ভূপেশ বঘেল-এর মতো বিভিন্ন রাজ্যের কংগ্রেসী মুখ্যমন্ত্রীরাও।

Latest Videos

কয়েক মাস আগেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা নেতা শচিন পাইলটও রয়েছেন বিহার নির্বাচনে কংগ্রেসের তারকা প্রার্থীদের তালিকায়। রয়েছে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার নামও।

এছাড়া বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিংহ এবং রাজ বব্বরও বিহার নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচার করবেন। তারকা প্রচারক হিসাবে থাকছেন প্রাক্চতন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ-ও।

বিহারের মোট ২৪৫টি আসনের মধ্যে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে ৭০টি আসনে। আরজেডি-র তেজস্বী যাদবের নেতৃত্বেই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে ইউপিএ জোট। আরজডি প্রার্থী দেবে ১৪৪টি আসনে। আর বাম দলগুলি ২৯টি আসনে (সিপিআই (এম) ৪টি, সিপিআই ৬টি এবং সিপিআই (এমএল) ১৯টি) প্রতিদ্বন্দ্বিতা করবে।

 

Share this article
click me!

Latest Videos

‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Canning-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি | South 24 Parganas