Bihar Election 2025 Result: বিহারের নতুন মন্ত্রিসভা কেমন হতে চলেছে? তুঙ্গে জল্পনা

Published : Nov 15, 2025, 03:32 PM IST

Bihar Election 2025 Result: বিহার বিধানসভা নির্বাচনে বিরাট সাফল্য এনডিএ জোটের। কার্যত, বেসামাল মহাজোট। ২০২টি আসনে জিতে রীতিমতো 

PREV
14
এবারের মন্ত্রিসভায় পাঁচটি দলের প্রতিনিধিরাই থাকবেন

বিহারের বিধানসভা নির্বাচনে মোট ২০২টি আসনে জিতে রীতিমতো দাপট দেখাল এনডিএ জোট। মহাজোটের দখলে মাত্র ৩৫টি আসন। এনডিএ জোটের এই মেগা জয়ের পর, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। নতুন সরকারের রূপরেখা কী হবে? শোনা যাচ্ছে, এবারের মন্ত্রিসভায় পাঁচটি দলের প্রতিনিধিরাই থাকবেন এবং বিজেপির মন্ত্রীর সংখ্যা কমতে পারে।

24
কোন দল থেকে কতজন মন্ত্রী?

গতবার ক্যাবিনেটে জেডিইউ-এর ১৩ জন এবং বিজেপির ২২ জন মন্ত্রী ছিলেন। এবার ৬ জন বিধায়কের সুবাদে জেডিইউ ১৫, বিজেপি ১৬ এবং এলজেপি(আর) ৩টি মন্ত্রী পদ পেতে পারে। সেইসঙ্গে, দফতর বণ্টনের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে বলে সূত্রের খবর। বিজেপির হাত থেকে কিছু গুরুত্বপূর্ণ দফতর যেতে পারে অন্য হাতে।

34
জেডিইউ-এর রাজ্য সভাপতি উমেশ কুশওয়াহা মন্ত্রী হতে পারেন

জেডিইউ-এর দফতরেও রদবদল হতে পারে। প্রসঙ্গত, আগেরবার নীতীশ কুমারের ক্যাবিনেটে থাকা দুই মন্ত্রী এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। এদিকে ৬ জন বিধায়কের সুবাদে বিজেপির ১৬টি পদ হওয়ায় ৫ জন মন্ত্রীকে বাদ দিতে হতে পারে। জেডিইউ-এর রাজ্য সভাপতি উমেশ কুশওয়াহা মন্ত্রী হতে পারেন বলে খবর।

44
উপ-মুখ্যমন্ত্রীর সংখ্যা নিয়েও প্রশ্ন উঠতে শুর করেছে

এলজেপি(আর) থেকে মন্ত্রীর নাম নিয়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিরাগ পাসওয়ান। নীতীশ কুমার এবং বিজেপি দুজনেই শক্তিশালী হওয়ায় উপ-মুখ্যমন্ত্রীর সংখ্যা নিয়েও প্রশ্ন উঠতে শুর করেছে। এলজেপি(আর) কি এই পদের জন্য দাবি জানাবে? উত্তর দেবে সময়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories