BJP Leader Murder Case: বিজেপি নেত্রীর মাথা কেটে নৃশংস খুন! ধৃত তাঁর নিজের ছেলেই?

Published : May 07, 2025, 12:12 AM IST
Murder

সংক্ষিপ্ত

BJP Leader Murder Case: তামিলনাড়ুতে মাথা কেটে খুন বিজেপি নেত্রী। নেত্রীর মৃত্যুতে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ ঘটনাটিকে পারিবারিক শত্রুতার চোখেই দেখছেন।

BJP Leader Murder Case: মাথা কেটে খুন হন বিজেপি নেত্রী। গত সোমবার, বাড়ি থেকে কিছুটা দূরে নেত্রীর মাথা কাটা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারাই পুলিশে খবর দেন (bjp leader murder case)। 

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম নাম বি সারান্যা, বয়স ৩৮ বছর। মাদুরাইয়ের বাসিন্দা সারান্যা, তাঞ্জাভুর জেলার পাট্টুকোট্টাইয়ে স্বামীর সঙ্গে থাকতেন। এলাকাতেই একটি দোকান চালাতেন ওই বিজেপি নেত্রী। ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক ভাবে পুলিশ যতটা জানতে পেরেছে তা কিছুটা এইরকম, অন্যান্য দিনের মতো সোমবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন বিজেপি নেত্রী সারন্যা (bjp leader murder news)। 

সেই সময় রাস্তাতেই সশস্ত্র কয়েক জন দুষ্কৃতী নেত্রীকে ঘিরে ধরেন, তাঁর উপর হামলা চালানো হয় ধারালো অস্ত্র দিয়ে। দেহ থেকে মাথা কেটে আলাদা করে, মৃতদেহ সেখানেই ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। ঐদিন রাতে পরের দিকে স্থানীয়রাই নেত্রীর মাথা কাটা দেহ উদ্ধার করে বাড়ি থেকে কিছু দূরে। নেত্রীর মৃত্যুতে তাঁর ঘনিষ্ঠরা এই খুনের পিছনে রাজনৈতিক কারণকেই দায়ী করছেন। এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয় (stepson kills mother)। 

তবে এখনও পর্যন্ত করা তদন্ত অনুসারে পুলিশ এটিকে রাজনৈতিক খুন বলে মানতে রাজি নয়।প্রাথমিক তদন্তের জেরে জানা যায়, নেত্রীর কোনো পূর্ব পরিচিতদের মধ্যে কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন হয়েছেন বিজেপি নেত্রী সারন্যা। ঘটনাচক্রে, খুনের পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে হঠাৎ থানায় এসে আত্মসমর্পণ করেন নেত্রীর সৎ ছেলে। তাঁর সাথে তাঁর দুই সঙ্গীও আত্মসমর্পণ করেন থানায়। 

নিঃসন্দেহে একটি নৃশংস ঘটনা। দেহ থেকে মাথা পুরো কেটে আলাদা করে, মৃতদেহ সেখানেই ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। এরপর সেইদিন রাতে স্থানীয়রাই নেত্রীর মাথা কাটা দেহ উদ্ধার করে বাড়ি থেকে কিছু দূরে। নেত্রীর মৃত্যুতে তাঁর ঘনিষ্ঠরা এই খুনের পিছনে রাজনৈতিক কারণকেই দায়ী করছেন। এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়।শেষপর্যন্ত, মঙ্গলবার সকালে হঠাৎ থানায় এসে আত্মসমর্পণ করেন নেত্রীর সৎ ছেলে। তাঁর সাথে তাঁর দুই সঙ্গীও আত্মসমর্পণ করেন থানায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IndiGo উড়ান পরিষেবায় অচলাবস্থা অব্যাহত, সমস্যায় যাত্রীরা
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি