'ব্রিটিশদের স্বাগত জানাতে রচনা করা হয়েছিল জন-গণ-মন,' দাবি বিজেপি সাংসদের

Published : Nov 06, 2025, 08:44 PM IST
Rabindranath Tagore

সংক্ষিপ্ত

Jana Gana Mana: রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) কি সত্যিই ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জকে (George V) স্বাগত জানানোর জন্য জন-গণ-মন রচনা করেছিলেন? এই গান প্রথমবার গাওয়ার ১১৪ বছর পরেও বিতর্ক থামছে না।

DID YOU KNOW ?
বন্দেমাতরমও সমান মর্যাদার
জনগণমন-অধিনায়ক জয় হে ও বন্দেমাতরম সমান মর্যাদাসম্পন্ন। এই দুই গানকেই জাতীয় সঙ্গীত হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Indian National Anthem Controversy: ভারতের জাতীয় সঙ্গীত জন-গণ-মন নিয়ে ফের বিতর্ক তৈরি হল। কর্ণাটকের (Karnataka) বিজেপি সাংসদ বিশ্বেশ্বর কাগেরি (BJP MP Vishveshwara Kageri) দাবি করেছেন, ব্রিটিশদের স্বাগত জানানোর জন্যই জন-গণ-মন রচনা করা হয়েছিল। তাঁর আরও দাবি, জন-গণ-মন সঙ্গীতের পরিবর্তে বন্দেমাতরমকে (Vande Mataram) ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেওয়া উচিত ছিল। হোন্নাভার (Honnavar) অঞ্চলে বন্দেমাতরমের ১৫০ বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিজেপি সাংসদ বলেন, ‘ব্রিটিশদের স্বাগত জানাতে লেখা হয়েছিল জন-গণ-মন। কিন্তু তারপরেও আমাদের পূর্বপুরুষরা জন-গণ-মন ও বন্দেমাতরম, দুই গানকেই সমান মর্যাদা ও গুরুত্ব দিয়ে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন।’ এর আগেও জন-গণ-মন নিয়ে একইরকম বিতর্ক তৈরি হয়েছে। ফের রাজনৈতিক বিতর্ক তৈরি হল।

জন-গণ-মন নিয়ে বিতর্ক কেন?

১৯১১ সালের ডিসেম্বর মাসে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার গাওয়া হয় জন-গণ-মন। সেই সময় ভারত সফরে আসেন ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ। এই কারণেই অনেকে দাবি করেন, ব্রিটিশ সম্রাটের উদ্দেশ্যেই 'জনগণমন-অধিনায়ক জয় হে' রচনা করা হয়। ২০২০ সালের ৩০ নভেম্বর সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) দাবি করেন, জন-গণ-মন সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে না রেখে আজাদ হিন্দ ফৌজের (Indian National Army) সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) গৃহীত সংস্করণটিকে ভারতের জাতীয় সঙ্গীত করা উচিত। পাঁচ বছর পর ফের এই বিতর্ক তৈরি হল।

জন-গণ-মন ও বন্দেমাতরমের সমান মর্যাদা

১৯৫০ সালে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে জন-গণ-মন সঙ্গীতকে বেছে নেওয়া হয়। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ (Rajendra Prasad) রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) রচিত এই গানকে জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেওয়ার কথা জানান। তবে তিনি একইসঙ্গে জানান, বন্দেমাতরমকেও জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা দেওয়া হবে। যদিও পরবর্তীকালে এককভাবে জাতীয় সঙ্গীত হিসেবে জন-গণ-মন রয়ে গিয়েছে। বন্দেমাতরমের ১৫০ বছরে ফের জাতীয় স্তরে বিতর্ক তৈরি হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯১১
১৯১১ সালের ডিসেম্বরে প্রথমবার গাওয়া হয় জনগণমন-অধিনায়ক জয় হে।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণমন-অধিনায়ক জয় হে প্রথমবার গাওয়া হয় কলকাতায় কংগ্রেসের অধিবেশনে।
Read more Articles on
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
LIVE NEWS UPDATE: কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়