'এক দেশ এক নির্বাচন' নিয়ে আনা বিলে ভোটদানে অনুপস্থিত ছিলেন ২০ জন বিজেপি সাংসদ?

এনডিএ-র ২৯৩টি আসন থাকা সত্ত্বেও ২০ জন বিজেপি সাংসদ ভোটদানে অংশ নেননি বলে দল সূত্রের খবর।

'এক দেশ এক নির্বাচন' বিল সংসদে তুলে ধরার সময় ভোটদানে অংশ না নেওয়া এমপিদের বিরুদ্ধে এবার শোকজ নোটিশ পাঠানো হবে বলে বিজেপি সূত্রে জানা গেছে। বিল উপস্থাপনের ২৬৯ টি ভোট পক্ষে গেছে কেন্দ্রর। এনডিএ-র ২৯৩টি আসন থাকা সত্ত্বেও ২০ জন বিজেপি সাংসদ ভোটদানে অংশ নেননি বলে দল সূত্র মারফৎ জানা গেছে। 

অনুমতি ছাড়া সংসদে অনুপস্থিত সকলকেই শোকজ নোটিশ দেওয়া হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, সংসদে উপস্থিত থাকার জন্য বিজেপি একটি নির্দেশিকা জারি করেছিল দলীয় সাংসদদের প্রতি। নির্বাচনের পর এমনিতেই বিরোধী কংগ্রেস বলছে যে, সরকারের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই। আর তার মধ্যেই এই ঘটনা।

Latest Videos

কিন্তু বিরোধীদের প্রতিবাদের মধ্যেই 'এক দেশ এক নির্বাচন' বিল ভোটদানের মধ্য দিয়ে সংসদে উপস্থাপিত হয়েছে। ‘এক দেশ এক নির্বাচন’ বিলটি নিয়ে আইনমন্ত্রী সংক্ষিপ্ত বিবরণ দিলেও বিলটি লোকসভায় উপস্থাপনের জন্য ভোটের দাবি জানায় বিরোধীরা। 

এরপর ইলেকট্রনিক ভোটিংয়ে ৩৬৯টি ভোট বৈধ বলে ধরা হয়। তার মধ্যে ২২০ জন সমর্থন করেছেন। এছাড়া ১৪৯ জন বিরোধিতা করেছেন। পরে স্লিপ বিতরণ করে আবার ভোটগ্রহণ করা হয়। সেখানে ৪৬৭ জনের মধ্যে ২৬৯ জন সমর্থন করেন এবং ১৯৮ জন বিরোধিতা করেন।

কিন্তু সেই সময় অনুপস্থিত ছিলেন ২০ জন বিজেপি সাংসদ। তাই ভোটদানে অংশ না নেওয়া সেইসব এমপিদের বিরুদ্ধে এবার শোকজ নোটিশ পাঠানো হবে বলে বিজেপি সূত্রে জানা গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

এ কী ভয়ানক দৃশ্য! ঘর ভেঙে ঢুকে গেল আস্ত গাড়ি, আতঙ্কে South 24 Parganas-এর Basanti | South 24 Pargana
তৃণমূল মানে কি? : শুভেন্দু | Suvendu Adhikari | Shorts | #shorts | #bjpnews | #banglanews
'বাংলাদেশের সেনাবাহিনী? সেটা আবার কি' চরম খিল্লি শুভেন্দুর | Suvendu Adhikari | #shorts | #bjp
Suvendu Adhikari Live : রামনগরের মঞ্চে ঝাঁঝাল ভাষণ শুভেন্দুর! দেখুন সরাসরি | Asianet News Bangla
'AAP গত ১০ বছরে দিল্লির বড় ক্ষতি করে দিয়েছে', নির্বাচনী প্রচারে গিয়ে বিস্ফোরক Narendra Modi