শুটার থেকে প্রাক্তন সাংসদ - বিহার ভোটের ২৭ সদস্যের প্রথম প্রার্থী তালিকা দিল বিজেপি

তিন পর্বের বিহার বিধানসভা নির্বাচন

প্রথম পর্বের ভোটগ্রহণ ২৮ অক্টোবর

তার জন্য ২৭ সদস্যের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি

রাজ্যে মোট ১২১টি আসনে লড়বে তারা

 

তিন পর্বের বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ হবে ২৮ অক্টোবর। মঙ্গলবার এই প্রথম পর্বের জন্য ২৭ জন প্রার্থীর নামের প্রথম তালিকা প্রকাশ করেছে বিজেপি। এই তালিকায় রয়েছে আন্তর্জাতিক স্তরের শুটার শ্রেয়সী সিং, বোধগয়ার প্রাক্তন সাংসদ হরি মাঞ্জির মতো চমক।

আন্তর্জাতিক শুটার শ্রেয়সী সিং-কে টিকিট দেওয়া হয়েছে জামুই বিধানসভা কেন্দ্র থেকে। গত রবিবারই শ্রেয়সী গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন।

Latest Videos

এবারের বিহার নির্বাচনের ঠিক আগে আসন ভাগাভাগি নিয়ে রফাসূত্র না মেলায় এনডিএ থেকে বেরিয়ে গিয়েছে রামবিলাস পাসওয়ান-চিরাগ পাসওয়ানদের লোক জনশক্তি পার্টি। এরপর বিহার বিধানসভা নির্বাচনের জন্য এনডিএর আসন ভাগাভাগির সূত্র ঘোষণা করা হয়। মোট ২৪৩টি আসনের মধ্যে ১২২টিতে লড়বে জেডি (ইউ)  এবং বিজেপি লড়বে ১২১ টি আসনে। এই ফর্মুলা অনুযায়ীই প্রথম দফার নির্বাচনের ৭১টি আসনের মধ্যে ২৭টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি।

Share this article
click me!

Latest Videos

'আপনার লজ্জা লাগেনা মমতা! ভোটার লিস্টে নাম, জঙ্গিরা দিচ্ছে ভোট' জোর ঠুকলেন Suvendu Adhikari | BJP
'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
সামান্য ডিম 'চুরি' সন্দেহে এত বড় কাণ্ড ঘটবে কেউ বুঝতে পারেনি! | Shantipur News Today | Bangla News