রাহুল গান্ধীর বিরুদ্ধে যখন ‘মোদী’ পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে, তখন দেখা যাচ্ছে খোদ বিজেপিরই এক নেত্রী মোদীর পদবী নিয়ে একটি আপত্তিকর পোস্ট লিখেছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র পদবী নিয়ে মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তারপর খারিজ করা হয় তাঁর সাংসদ পদ। সেই বিষয়টি নিয়ে যখন দেশের রাজনীতি উত্তাল, তখনই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেল বিজেপি নেত্রী খুশবু সুন্দরের একটি পুরানো টুইট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই পোস্টে দেখা যাচ্ছে যে, খুশবু নিজেই ‘মোদী’ পদবীর সঙ্গে ভ্রষ্টাচারের যোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি, তাঁর সেই পোস্টে তিনি ‘নমো’ নামটিও উল্লেখ করেছিলেন।
২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি, একটি টুইটে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া খুশবু লিখেছিলেন, ‘এখানে মোদী, সেখানে মোদী, সব জায়গায় মোদী। কিন্তু এ কি! যেখানেই মোদী আছে, সেখানেই ভ্রষ্টাচার জুড়ে রয়েছে। তাহলে, কথাটা বুঝুন। মোদী মানেই ভ্রষ্টাচার। নামের মানেটা বদলে দিন, মোদী মানেই দুর্নীতি। এটা ভালো মানাবে। নীরব, ললিত, নমো = দুর্নীতি।’
খুশবু সুন্দরের এই টুইট ঘিরেই এখন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছে কংগ্রেস। তাদের প্রশ্ন, রাহুল গান্ধীর একটি মন্তব্যের বিরুদ্ধে যদি তাঁর সাংসদ পদ পর্যন্ত কেড়ে নেওয়া যায়, তাহলে বিজেপি তার নিজের দলের নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন?
কংগ্রেস সাংসদ শশী থারুর প্রশ্ন করেছেন, “এটা খুব একটা পুরনো ঘটনা নয়। তবে বিজেপি বিধায়করা তাঁদের নিজস্ব (সাম্প্রতিক) মুখপাত্রের বিরুদ্ধে মামলা করবেন না নিশ্চয়ই?”
কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং টুইটারে প্রধানমন্ত্রী মোদিকে প্রশ্ন করেছেন, “মোদীজি, আপনি কি মোদী নাম নিয়ে মন্তব্য করার জন্য আপনার শিষ্যা খুশবু সুন্দরের বিরুদ্ধেও মানহানির মামলা করবেন?”
খুশবু সুন্দর, যিনি কংগ্রেস ছেড়ে ২০২০ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তিনি এবিষয়ে বিরোধী দলকে আক্রমণ করেন এবং বলেছেন যে তিনি তাঁর ‘দলনেত্রীর ভাষা’ বলছিলেন, কারণ তখন তাঁকে তা-ই করতে বলা হয়েছিল।
তিনি নিজের পাঁচ বছরের পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে দেননি এবং বলেছেন যে তিনি এখন তা করবেন না।
টুইটারে তিনি ক্ষোভ প্রকাশ করে সাম্প্রতিককালে লিখেছেন, ‘তারা আর কতটা বেপরোয়া হতে পারে! একটা ৫ বছরের পুরনো টুইটকে কংগ্রেস এখন নিজেদের রক্ষা করার জন্য নিচ্ছে?’ এর পাশাপাশি তিনি জোর গলায় দাবি তোলেন, ‘কেন আমার দলের কাছে প্রশ্ন তুলছেন? সাহস থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন। দুর্নীতি এবং চোরের মধ্যে পার্থক্য শিখুন।’
আরও পড়ুন-
প্রকাশিত হল তৃণমূলের দলীয় মুখপাত্রের তালিকা, বাদ পড়লেন ফিরহাদ হাকিম, যুক্ত রইলেন সুগত বসু
ভারতে আবার বাড়তে শুরু করেছে করোনা, লকডাউনের আশঙ্কা এড়াতে নয়া কোভিড গাইডলাইন জারি করল কেন্দ্র
জ্বালানির দামে পতন, নাকি ক্রমশ ঊর্ধ্বমুখী পেট্রোল-দর? দেখে নিন রবিবারের লেটেস্ট আপডেট