ধার মেটাতে না পারায় শিশু কন্যাকে খুন, প্রতিবাদ বলিউডের

Published : Jun 07, 2019, 10:07 AM ISTUpdated : Jun 07, 2019, 11:43 AM IST
ধার মেটাতে না পারায় শিশু কন্যাকে খুন, প্রতিবাদ বলিউডের

সংক্ষিপ্ত

৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ধার মেটাতে না পারায় এই ঘটনা বলে অভিযোগ আলিগড়ের নারকীয় ঘটনায় দেশে চাঞ্চল্য  প্রতিবাদে গর্জে উঠলেন বলিউডের তারকারা 

তিন বছরের শিশুর মর্মান্তিক পরিণতি আলিগড়ে। সময় মতন মেটানো গেল না ঋণ। শাস্তি হিসাবে নৃশংস হত্যার শিকার শিশুকন্যা। উত্তর প্রদেশের এই ঘটনা প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে সরব হয়ে ওঠেছে সকলেই। ঋণের অঙ্ক ছিল মাত্র ১০,০০০ টাকা। সেই অর্থের পরিমাণ মেটাতে না পারায় শিশুকন্যাকে তুলে নিয়ে যায় দুষ্কৃতির দল। মাত্র আড়াই বছরের শিশুকে খুন করে দেহটিকে বিকৃত অবস্থায় ফেলে যাওয়া হয় রাস্তায়। অভিযোগ, খুনের আগে শিশুটিকে ধর্ষণও করা হয়। এই ঘটনায় অভিযুক্তদের স্থানীয় পুলিশ আটক করলেও এই মর্মান্তিক ঘটনায় সাড়া পরে যায় এলাকায়। 

নৃশংস এই হত্যার ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন বলিউডের তারকারাও। যাঁদের মধ্যে আছেন অনিল কাপুর, সোনম কাপুর, সানি লিওন, রবিনা ট্যান্ডন, অরিজিত সিং, আয়ুষ্মান খুরানা, অভিষেক বচ্চন-রা। এরা সকলেই টুইটারে  প্রতিবাদ জানিয়েছেন। বলিউডের তারকার অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের সঙ্গে সঙ্গে নজিরবিহীন শাস্তিরও দাবি করেছেন। এই নিকৃষ্ট ও বিকৃত মনোভাবের দিকে আঙুল তুলে তারকারা প্রশ্ন করেছেন কবে ভারত ধর্ষণ মুক্ত দেশে পরিণত হবে? 

PREV
click me!

Recommended Stories

বাংলাদেশের ভোট প্রচার থেকে ভারতকে হুঁশিয়ারি, 'সাতবোন'কে কেটে ফেলার হুমকি বাংলাদেশি নেতার
মুছে গেল 'গান্ধী'র নাম, লোকসভায় পেশ হয়ে গেল ১০০ দিনের কাজের নতুন বিল VBG RAMG