কেমন আছেন অর্ণব গোস্বামী, খোঁজ নিলেন রাজ্যপাল, জামিন দিল না বোম্বে হাইকোর্ট

  • বোম্বে হাইকোর্ট অর্ণব গোস্বামীর জামিনের আবেদন নাকচ করে 
  • নিম্ন আদালতে আবেদন জানানন অনুমতি দিয়েছে 
  • মহারাষ্ট্রের রাজ্যপাল খোঁজ নেন তাঁর স্বাস্থ্য ও সুরক্ষা সম্বন্ধে 
  • কথা বলেন রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে 

২০১৮ সালের আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় জামিন মিলল না রিপাব্লিক টিভির অর্ণব গোস্বামীর। বম্বে হাইকোর্ট তাঁর জামিনের আবেদন নাকচ করে দেয়। তবে তাঁকে নিম্ন আদালতে জামিনের আবেদন করতে অনুমতি দেওয়া হয়েছে। পাল্টা অর্ণব গোস্বামী হাইকোর্টকে জানিয়েছিলেন দু বছর পুরনো মামলা খোলা আর তাঁকে গ্রেফতার পুরোপুরি অবৈধ। তবে হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, রাজ্যপুলিশ যদি কোনও তদন্ত পুনরায় চালু করে তাহলে তাকে অবৈধ ও অনিয়মিত বলা যায় না।  

অন্যদিকে অর্ণব গোস্বামীর স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের সঙ্গে তিনি কথা বলেছিলেন। আর সেই সময়ই রিপাব্লিক টিভির প্রধান অর্ণব গোস্বামীর স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে রাজভবন জানিয়েছে। একই সঙ্গে জেলবন্দি অর্ণবের সঙ্গে তাঁর পরিবারকে দেখা করার অনুমতি দেওয়ার জন্যও বলেছেন বলে সূত্রের খবর। 

Latest Videos

গত সপ্তাহে মহারাষ্ট্রের পুলিশ গ্রেফতার করেছিল অর্ণব গোস্বামী। ২০১৮ সালে অন্বয় নায়েক নামে এক ব্যক্তির পাওয়া টাকা না মিটিয়ে তাঁকে  আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নিহত ব্যক্তি ইন্টিরিটার ডিজাইনার ছিলেন।  নিহত ব্যক্তি সুইসাইড নোটে অর্ণবসহ দুই ব্যক্তির নাম লিখেগিয়েছিলেন। দেবেন্দ্র ফড়নবীশ সরকারের আমলেএই মামলা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু উদ্ধব ঠাকরের সরকার  গঠন হওয়ার পর নিহতের মেয়ে ও স্ত্রী এই আবারও তদন্তের দাবি জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় সেই ঘটনার তদন্ত শুরু করেন। তারই পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় অর্ণব গোস্বামীকে। এই মামলাতেই মুম্বইয়ের আলিবাগ আদালত অর্ণব গোস্বামীকে ১৮ই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। তারপর তাঁকে স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে। করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতির কারণে যা সংশোধনাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরবর্তীকালে তাঁকে তালোজা আদালতে পাঠান হয়েছিল। 


 

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা
আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Agnimitra Paul
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি