
Emergency landing of F-35 fighter jet: বৃহস্পতিবার আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের (Sardar Vallabhbhai Patel International Airport) কাছে ভেঙে পড়ে লন্ডনগামী (London) এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান। এই ঘটনার তদন্ত চলাকালীন এবার শনিবার রাতে কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে (Thiruvananthapuram International Airport) জরুরি অবতরণ করল ব্রিটিশ যুদ্ধবিমান এফ-৩৫ (F-35)। জ্বালানি কমে যাওয়ার জন্যই এই যুদ্ধবিমান জরুরি অবতরণ করে বলে জানা গিয়েছে। ভারত মহাসাগরে (Indian Ocean) এক যুদ্ধবিমান বহনকারী জাহাজে ছিল এফ-৩৫। এই যুদ্ধবিমান জরুরি অবতরণের জন্য অনুমতি চায়। ভারত মহাসাগরে যুদ্ধবিমান বহনকারী জাহাজেই অবতরণ করার চেষ্টা করছিল এফ-৩৫। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় সেটা সম্ভব হয়নি। এই কারণেই নতুন করে জ্বালানি ভরার জন্য বিমানবন্দরে অবতরণের অনুমতি চান যুদ্ধবিমানের পাইলট। বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবতরণের অনুরোধে সাড়া দিয়ে সবরকম ব্যবস্থা করে। এরপর শনিবার রাত সাড়ে ৯টায় জরুরি অবতরণ করে এই যুদ্ধবিমান।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এফ-৩৫ যুদ্ধবিমানের পাইলট জানান, জ্বালানি ফুরিয়ে আসছে। এই কারণেই তিনি জরুরি অবতরণের অনুমতি চান। বিমানবন্দর কর্তৃপক্ষ পেশাদারিত্বের সঙ্গে দ্রুত পরিস্থিতি সামাল দেয়। জরুরি অবতরণের অনুমতি পাওয়ার পরেই নিরাপদে অবতরণ করে এই ব্রিটিশ যুদ্ধবিমান। ফলে কোনও বিপদ ঘটেনি। এখন এই ব্রিটিশ যুদ্ধবিমান তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরেই রাখা আছে। ব্রিটিশ নৌবাহিনীর পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে এই যুদ্ধবিমানকে নতুন করে জ্বালানি ভরার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার এই অনুরোধ বিবেচনা করছে।
এই ব্রিটিশ যুদ্ধবিমান এখন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আছে। ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) সঙ্গে যৌথভাবে মহড়া দেয় ব্রিটিশ নৌবাহিনী। সেই মহড়াতেও ছিল এফ-৩৫। এই যুদ্ধবিমান যেমন অত্যাধুনিক তেমনই কার্যকরী। এই যুদ্ধবিমান সাধারণ অবস্থায় ভারতের আকাশসীমায় থাকার কথা নয়। তবে জরুরি কারণে এখন ভারতের বিমানবন্দরে এই ব্রিটিশ যুদ্ধবিমান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।