
BSF High Alert : টার্গেট নতুন বছর! জম্মু সীমান্তে বিএসএফ-এর কড়া পাহারা। কুয়াশা ভেদ করে নজরদারি চালাতে অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষ কৌশল ব্যবহার করছেন জওয়ানেরা। সীমান্তের সুরক্ষায় বিএসএফ-এর বর্তমান প্রস্তুতি দেখে নিন একনজরে।
BSF High Alert : নববর্ষের আগে জম্মু আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ-এর হাই অ্যালার্ট। ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার সুযোগ নিয়ে জঙ্গি অনুপ্রবেশ রুখতে 'উইন্টার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি'র অধীনে থার্মাল ও এইচডি ক্যামেরায় চলছে নিশ্ছিদ্র নজরদারি।