Madhya Pradesh: মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, সেতু ভেঙে পড়ে গেল যাত্রী বোঝাই বাস, মৃত কমপক্ষে ১৫

Published : May 09, 2023, 11:17 AM ISTUpdated : May 09, 2023, 11:18 AM IST
Big accident in Khargone bus fell into river and Many people died on the spot

সংক্ষিপ্ত

মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে অবিলম্বে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছে।

মঙ্গলবারের সকালে ভয়াবহ দুর্ঘটনা। মধ্যপ্রদেশের খারগোনে সেতু থেকে নিচে পড়ে গেল আস্ত একটি বাস। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। আহত অন্তত ২৫, পুলিশ সুপার (এসপি) ধরম বীর সিং মারফত পাওয়া তথ্য অনুযায়ী। মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে অবিলম্বে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছে। এছাড়াও, যারা গুরুতর আহত হয়েছেন তারা প্রত্যেকে ৫০,০০০ পাবেন এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫,০০০ দেওয়া হবে।

 

 

বিস্তারিত আসছে…. 

PREV
click me!

Recommended Stories

২৭ বছরের কেরিয়ারে ৬০৮ দিন মহাকাশে, NASA থেকে অবসর ঘোষণা সুনীতা উইলিয়ামসের
LIVE NEWS UPDATE: Virat Kohli Earnings - ইনস্টাগ্রাম থেকেই ঝুলিতে কোটি কোটি টাকা, একটি মাত্র পোস্ট থেকে কোহলির আয় কত জানেন?