আন্দোলনকারীদের তাড়ায় পালাল পুলিশই, ফের রণক্ষেত্র দিল্লি, উঠছে ষড়যন্ত্রের প্রশ্ন

  • নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে ফের উত্তপ্ত রাজধানী
  • সীলামপুর-জাফরাবাদ এলাকায় ছড়ালো তীব্র হিংসা
  • জনতার তাড়ায় পালাতে হল পুলিশ-কে
  • এর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ উঠছে

 

নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে ফের আগুন জ্বলল রাজধানীতে। সীলামপুর-জাফরাবাদ এলাকায় ছড়ালো তীব্র হিংসা। পুলিশ ব্যারিকেড গড়লেও আন্দোলনকারীদের তুলনায় তাদের সংখ্যা ছিল খুবই কম। তাই পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয় তারা। শক্ত হাতে আন্দোলন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিতে বিপরীত হয়। পুলিশকেই তাড়া করে জনতা।

দিল্লি পুলিশ জানিয়েছে আগে থেকেই সীলামপুর-জাফরাবাদ এলাকায় নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ দেখানোর কথা ছিল। সেই কর্মসূচি শুরু হওয়ার পর থেকে একঘন্টা মতো শান্তিপূর্ণই ছিল আন্দোলন। কিন্তু, এক ঘন্টা পর থেকেই তা হিংসাত্মক রূপ নেয়। পুলিশের দাবি উত্তেজিত জনতাকে পিছু হঠাতে গেলেই তারা প্রতিরোধ গড়ে তোলে।

এরপর পুলিশ আরও এক কোম্পানি সশস্ত্র পুলিশ আনে। কিন্তু, সীলামপুর এলাকায় গলিগুলি অত্যন্ত সরু। এবং এলাকা সম্পর্কে পুলিশের কোনও সম্যক দারণা না থাকায় অতিরিক্ত বাহিনী এনেও লাভের লাভ কিছু হয়নি। একটা সময় পুলিশের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তাই দিয়েই পুলিশকে আক্রমণ করতে দেখা যায় আন্দোলনকারীদের। এরসঙ্গে ছিল নাগাড়ে পাথর ছোড়া। সব মিলিয়ে জমতার তাড়ায় পুলিশ দৌড়ে পালাতে বাধ্য হয়।

সীলামপুরে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে 'গো ব্যাক' স্লোগান তোলে। পুলিশ ও গণমাধ্যমকে ঘটনাস্থল থেকে পিছু হটতে বলা হয়। সূত্রের খবর আগে থেকেই ওই এলাকায় ইট, পাথর জমা করা ছিল। পুলিশের কাছে সেই সম্পর্কে আগাম খবর ছিল না। বিপাকে পড়ে পুলিশ প্রতিবাদীদের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করে তাদের ফিরে যেতে অনুরোধ করে, কিন্তু তাতে কাজ হয়নি। আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়েন।

একটি সরকারি ও একটি বেসরকারি বাস ভাঙচুর করা হয়েছে। একটি পুলিশ পোস্টে আগুন ধরানো হয়েছে।

সন্ধ্যার দিকে শান্তি ফিরলেও গোটা এলাকায় ছড়িয়ে পড়ে রয়েছে প্রচুর পরিমাণে ইঁট-পাথর। স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, সীলামপুর এলাকায় ঝামেলা বাধানো হবে বলে আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। এলাকায় এখন ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে পুলিশ। 

 

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News