Cement Price News: হু-হু করে বাড়ছে সিমেন্টের দাম, কারণ জানলে অবাক হবেন! জানুন এক ঝলকে

Published : Apr 09, 2025, 11:13 AM ISTUpdated : Apr 09, 2025, 12:00 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Cement Price News: ফের বাড়তে চলেছে সিমেন্টের দাম (Cement Price Hike)। চলতি এপ্রিল মাস থেকেই এই দাম বাড়বে বলে অনুমান বাজার বিশেষজ্ঞদের। কারণ, সামনেই প্রচুর সরকারি নির্মাণের কাজ রয়েছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

Cement Price Hike: ফের বাড়তে চলেছে সিমেন্টের দাম (Cement Price Hike)। চলতি এপ্রিল মাস থেকেই এই দাম বাড়বে বলে অনুমান বাজার বিশেষজ্ঞদের। কারণ, সামনেই প্রচুর সরকারি নির্মাণের কাজ রয়েছে। যার জন্য দরকার প্রচুর সিমেন্টের সেই কারণেই চলতি মাস থেকে বাড়তে পারে সিমেন্টের দাম।

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে রিপোর্ট পেশ করেছে- নুভামা ফিনান্সিয়াল সার্ভিসেস। তাদের দাবি, মার্চ মাসে সিমেন্টের দাম সামান্য কমেছিল। তার আগেও অবশ্য দাম উর্ধ্বমুখিই ছিলো। তবে এবার এপ্রিল মাসে ফের কিছুটা দাম বাড়তে পারে সিমেন্টের। এরফলে সমস্যায় পড়তে পারেন সাধারণ ক্রেতারা। তবে সিমেন্টে শেয়ার বিনিয়োগকারীদের জন্য এটি অবশ্য সুখবরই। কারণ, এই সময়ে সিমেন্টে বিনিয়োগ করলে লাভবান হবেন বিনিয়োগকারীরা। কারণ, সিমেন্টের বিভিন্ন সংস্থার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এই সময়।

নুভামা ফিনান্সিয়াল সার্ভিসেস-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, গত তিনমাসে সিমেন্টের দাম বাড়লেও মার্চ মাসে ভলিউম পুশের কারণে অনেকটাই কমেছিল সিমেন্টের দাম। শুধু তাই নয়, এমনিতেই গত বছরের তুলনায় এবছর সিমেন্টের দাম ৬.৫ থেকে ৭ শতাংশ বেশি রয়েছে। এদিকে বাজারের পরিস্থিতি বদলাতে থাকায় নতুন করে ফের দাম বাড়বে কিনা তা এখনই বলা সম্ভব নয়।

জানা গিয়েছে, পূর্ব ভারতে চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সিমেন্টের দাম অনেকটাই বেড়েছিল। তবে মার্চ মাসে বস্তা প্রতি সিমেন্টের দাম কমেছিল ৫ থেকে ৭ টাকা। তবে মার্চের মাঝামাঝি সময় থেকে সিমেন্টের চাহিদা বাড়ায় এপ্রিলে ফের সিমেন্টের দাম বাড়তে পারে বলে অনুমান। শুধু তাই নয়, দক্ষিণ ভারতেও বাণিজ্যিক সিমেন্টের দাম বস্তা প্রতি ৩০ টাকা করে বাড়তে পারে। তবে সামনেই অন্ধ্রপ্রদেশ সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ পড়ে রয়েছে। সেগুলো শুরু হলে আবার দাম বাড়তে পারে সিমেন্টের।

অন্যদিকে, উত্তর-পূর্ব ভারতেও বেড়েছে সিমেন্টের চাহিদা। ফলে এপ্রিল মাসে বস্তা প্রতি দাম ৫-১০ টাকা বাড়তে পারে। যদিও পশ্চিম ভারতে মার্চের শুরুতে যেভাবে দাম বৃদ্ধি পেয়েছিল সিমেন্টের, ফের তা কিছুটা কমানো হয়েছে। তবে এপ্রিলে দাম বাড়বে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়