CBSE 10th Result 2021 : প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণীর ফল

সিবিএসই দশম শ্রেণীর ফল প্রকাশিত। ফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ।

Parna Sengupta | Published : Aug 3, 2021 6:42 AM IST / Updated: Aug 03 2021, 12:41 PM IST

সিবিএসই দশম শ্রেণীর (CBSE 10th Result) ফল প্রকাশিত। ফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education)। ফলাফল জানা যাবে cbseresults.nic.in এবং cbse.gov.in এই দুটি ওয়েবসাইট থেকে। এছাড়াও সিবিএসই-র অফিশিয়াল টুইটার হ্যান্ডেলেও (@CBSEHQ) জানা যাবে ফল। এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। মেসেজের মাধ্যমে ফল জানতে হলে সিবিএসই১০ টাইপ করতে হবে। এরপর রোল নম্বর, স্কুল, সেন্টার উল্লেখ করতে হবে। পাঠিয়ে দিতে হবে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে। 

সিবিএসই দশম শ্রেণীর ফল জানা যাবে আরও বেশ কয়েকটি লিংকে ক্লিক করে। 

CBSE Class 10 Result Link 1

২.  CBSE Class 10 Result Link 2

৩. CBSE Class 10 Result Link 3

এই লিংকগুলিতে ক্লিক করলেই সিবিএসই রেজাল্ট নামের একটি পেজ খুলে যাবে। সেখানে ছাত্রছাত্রীরা নিজের রোল নম্বর, স্কুল নম্বর ও জন্মতারিখ উল্লেখ করলেই ফল জানা যাবে। 

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
কল্যাণী এইমসে নিয়োগ নেই স্থানীয়দের, বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদেরই
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের